রমজানে সংযমী হতে হবে, সারাদিন পাহারা দিতে পারব না: বাণিজ্যমন্ত্রী
নিজেও একজন ব্যবসায়ী উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তারপরও ব্যবসায়ীদের বলছি পৃথিবীর মানুষ উৎসবে ছাড় দেয়। তাই রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে হবে। সারাদিন পাহারা দিতে পারব না।
বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও ক্যাব সভাপতি গোলাম রহমান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ভোক্তা দিবস পালন করা হচ্ছে। ভোক্তাদের অধিকার সম্পর্কে সব মানুষকে জানাতে পারলে এ যুদ্ধে জয়ী হওয়া যাবে। অর্ধেক কাজ হয়ে যাবে।
তিনি বলেন, ভোক্তা অধিদপ্তরের লোক খুবই কম। তারপরও ভোক্তার ডিজি ভোক্তাদের স্বার্থে এখানে সেখানে হামলা করছে। ব্যবসায়ীদের বিভিন্ন কারণে জরিমানাও করছে। ব্যবসা শুধু লাভের জন্য নয়। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবে কনসিডার করে। তাই ব্যবসায়ীদের রমজানে সংযমী হতে হবে। সারাদিন আমরা পহারা দিতে পারব না।
পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের উদ্দেশে টিপু মুনশি বলেন, রমজানে হুমড়ি খেয়ে পণ্য কেনার কোনো দরকার নেই। একবারে বেশি করে পুরো মাসেরটা না কিনে ভাগে ভাগে কিনতে হবে। তাহলে বাজারে চাপ পড়বে না। নিম্ন আয়ের মানুষের জন্য এক কোটি মানুষকে কম দামে খাবার দেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাতে ৫ কোটি মানুষ সুবিধা পাবে।
জেডএ/এসএন