সম্ভাবনা তুলে ধরতেই বিজনেস সামিট শুরু হচ্ছে ১১ মার্চ

বর্তমানে বাংলাদেশের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাসীকে জানানোর মতো। দেশের এগিয়ে যাওয়ার গল্প বিশ্বের কাছে তুলে ধরতেই ১১ মার্চ তিন দিনব্যাপী আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ বিজনেস সামিট’।
এফবিসিসিআই এর উদ্যোগে তিন দিনব্যাপী এই সামিট ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। সৌদি আরব, যুক্তরাজ্যসহ ১৭টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তাদের সামনে আমাদের উৎপাদনের হাব তুলে ধরা হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) মতিঝিলে এফবিসিসিআইয়ের বোর্ড রুমে সংবাদ সম্মেলনে সভাপতি জসিম উদ্দিন এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আমিন হেলালীসহ অন্যরা।
এফবিসিসিআইয়ের সভাপতি জানান, সৌদি আরব, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৭টি দেশের ২০০ জন প্রতিনিধি এর সম্মেলনে আসছেন।
এ ছাড়া, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারাও থাকছেন সামিটে। আমাদের জানান দেওয়ার মতো অবস্থা হয়েছে বলেই তারা এই সামিটে আসছেন। শুধু সৌদি আরব থেকেই ৫৫ জন, ইউকের ৪৬ জন, চায়নার তিন জন, জাপানের ২০ জন প্রতিনিধি আসছেন।
আমাদের সক্ষমতা বেড়েছে। অনেক দেশের মানুষ যা জানে না। তা তুলে ধরা হবে এই সামিট। গার্মেন্টস ছাড়া ১২টি সেক্টর বিলিয়ন ডলারের রপ্তানি করছে। তাদের কাছে এই পরিচিতি তুলে ধরা হবে। তাতে রপ্তানি আরও বাড়বে, যোগ করেন তিনি।
এ ছাড়া দেশের প্রাণ, মেঘনা, সিটি গ্রুপ, আকিজ গ্রুপসহ বড় বড় কোম্পানির সিইওরাও অংশ নিবেন। সার্বিক চিত্র তুলে ধরতে ১৭টি সেশনের আয়োজন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, আমরা সৌভাগ্যবান যে, দেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই মাইলফলক সামিটের আয়োজন করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাব জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার তাদের সাপোর্ট দেবে। বিডা এর পার্টনার। রপ্তানি কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে জন্য ১০০ বিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা, লংটার্ম ফিনান্সিং, ইন ফ্র্যাস্ট্রাকচার, অটোমোবাইল, ইকনোমিক জোন, ফার্মাসিউটিক্যাল, ট্যুরিজমসহ ১৭টি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে সংশ্লিষ্ট মন্ত্রীসহ বিজনেস কমিটির শীর্ষ সিইওরা অংশগ্রহণ করবেন।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, দেশের বিজনেস সেক্টরে যারা শূন্য থেকে শীর্ষ পদে এসেছেন এমন ১০ ক্যাটাগরিতে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
আগামী ১৩ মার্চ সাংস্কৃিতক অনুষ্ঠানেরু আয়োজন করা হয়েছে। একইসঙ্গে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর একটি নতুন প্রোডাক্ট কাজ চালু করা হবে।
জেডএ/এমএমএ/
