৬৯০ কোটি টকার এলএনজি কিনবে সরকার

দেশে ব্যাপকভাবে চাহিদা বাড়তে থাকায় এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে।
জাপানের জেরা কোম্পানির থেকে ৬৯০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতি ইউনিট মূল্য ১৬ দশমিক ৫ ডলার ধরে কেনা হবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে পেট্রোবাংলার মাধ্যমে এই গ্যাস আমদানি করা হবে।
সভা শেষে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট বা মিলিত বিক্রয়-ক্রয় চুক্তিতে (এমএসপিএ) স্বাক্ষর করা প্রতিষ্ঠান থেকে থেকে কোটেশন সংগ্রহ করে ওই এলএনজি আমদানি করা হবে।
জাপানের জেরা কোম্পানি থেকে ৬৯০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ১৬ দশমিক ৫০ ডলার।
সভায় ৪৫ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট কেনারও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড এবং ২৫ হাজার টন রক ফসফেট রয়েছে। এজন্য ব্যয় হবে ২০৭ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ১৩৮ টাকা।
এ ছাড়া, সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খয়রাবাদ নদীর ওপর ৭৩০ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ যৌথভাবে এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং এবং পোদ্দার এন্টারপ্রাইজকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ১২৩ কোটি ১০ লাখ টাকা।
জেডএ/এমএমএ/
