জাতীয় রাজস্ব বোর্ডকে স্মার্ট হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়তে জাতীয় রাজস্ব বোর্ডকে স্মার্ট হতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের টাকা পাওয়া না গেলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংগ্রহ করা অর্থেই তা করা হয়েছে।
দেশে মেগাপ্রকল্পের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও অনেকে দেখে না, স্বীকারও করে না। অনেকে অনেক কথা বলে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলনের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
বাণিজ্যমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের সহযোগিতায় রাজস্ব আদায় করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট এনবিআর ভবন হয়েছে। তাই আপনাদেরও স্মার্ট হতে হবে। আপনাদের কর্মকাণ্ড এক ধাপ এগিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সক্ষতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রায় ৮৫ ভাগ রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড, তাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের দায়িত্বও বেশি। ভ্যাট ও আয়কর আদায়ের ক্ষেত্রে সিসটেম লস কমাতে হবে, এ ক্ষেত্রে স্মার্ট কর প্রশাসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘দেশের রাজস্ব অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তারপরও বলব, আরও রাজস্ব আদায়ে মনোযোগ দিতে হবে। ভ্যাটের পরিধি ও ইনকাম ট্যাক্স ( আয় কর) এর নেটজাল বাড়াতে হবে। এতে অনেকে মন খারাপ করতে পারে। কিন্তু বুঝাতে হবে, মোটিভেটেড( উদ্বুদ্ধ) করতে হবে। জ্ঞান সমৃদ্ধ করতে গবেষণা করতে হবে, কিভাবে দেশকে আরও উন্নত করা যায়।’
রাজস্ব আদায়ে ভ্যাট গুরুত্বপূর্ণ উল্লেখ করে অ্যাটনি জেনারেল বলেন, মামলা মোকদ্দমা করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে করবেন। তাহলে মামলায় জেতা যাবে। ভ্যাট আইনে কিছু ঘাটতি রয়েছে। পরে তা সংশোধন করতে হবে।
তিনি আরও বলেন, আইনী প্রতিবন্ধকতায় সব ধরনের সহযোগিতা করা হবে। আপনাদের সহযোগিতা করার জন্য ভ্যাট ও কাস্টমসে সহকারি অ্যাটনি জেনারেল নিয়োগ করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের মাধ্যম রাজস্ব আহরণের কাহিনী বেশি দিনের নয়। বারবার হোচট খেতে হয়েছে। ২০১৯ সালে ভ্যাট আইন করা হয়েছে। রাজস্ব আদায়ে ভ্যাটের অনুপাত খুব বেশি নয়। তারপরও বলব আমরা পিছিয়ে নেই।
তিনি আরও বলেন, ভ্যাট নেটের বাইরে অনেকে আছে। তাদের আনার চেষ্টা করা হচ্ছে। খুচরা ভ্যাট আদায়ে সমালোচনা হচ্ছে। ১৯২০ সালের আগষ্টে খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহে ইএফডি মেশিন চালু করা হয়েছে।
এনবিআর লোক দিয়ে এর কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব না। তাই আউটসোর্সিং এর মাধ্যমে মার্চ মাস থেকে সারা দেশে ইএফডি মেশিন ছড়িয়ে দিব। এনবিআর এর স্মার্ট ভবন হয়েছে। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কমিশান (ভাট অনুবিভাগ) সৈয়দ মুশফিকুর রহমান ও কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী।
প্যানেল আলোচক ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ফরেন ইনভেসটর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অব.) সৈয়দ গোলাম কিবরিয়া।
জেডএ/এমএমএ/
