সংস্কারে নজর দিতে বিশ্বব্যাংক এমডির আহ্বান

বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, বাংলাদেশের সঙ্গে আছি।
তবে সরকারকে মাইক্রো ইকনোমিক, এক্সপোর্ট ডাইভারসিফিকেশন ও আর্থিক প্রতিষ্ঠানে কঠোর সংস্কারে নজর দিতে হবে । ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের যাত্রা’ পুর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই অভিমত প্রকাশ করেন।
রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রণালয় ও বিশ্বব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের এমডি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলানায় বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো হচ্ছে। ১৯৭২ সালে ধ্বংসাত্বক অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যাত্রা শুরু করেন।
এরপর বিশ্ব ব্যাংক একের পর এক অবকাঠানোসহ উন্নয়ন খাতে ব্যাপকভাবে অর্থায়ন করছে। বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি ও শিক্ষার হার বেড়েছে। এতে আমরা হ্যাপি, অ্যাপ্রিসিয়েট (প্রশংসা) করি। অর্থায়নে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছি। তবে আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সংস্কারে কঠোরভাবে নজর দিতে হবে।
এ সময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ৫০ বছরের যাত্রায় বিশ্বব্যাংক ভালোই অবদান রেখেছে। এর ফলে জিডিপির আকার ৭৪ গুণ বেড়েছে। পরবর্তী যে টার্গেট আপার ইনকাম দেশে পৌঁছাতেও সহযোগিতা করবে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, বাংলাদেশ এক সময়ে খুবই দরিদ্র দেশ ছিল। সেই অবস্থা ধেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তা চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বলেন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের আমুল পরিবর্তন হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নের ফলে গত ৫০ বছরে আমাদের ভাবর্মূতি তুলে ধরা সম্ভব হয়েছে।
জেডএ/এমএমএ/
