সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বছরজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোলে চাল, সয়াবিন তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে চলতি বছরে। ডলার সংকটের অজুহাতে ভোক্তাদের কাছ থেকে ইচ্ছামতো দাম আদায় করেছেন ব্যবসায়ীরা। এটা সরকারের বিভিন্ন সংস্থার কাছে ধরাও পড়েছে। ভোক্তা অধিদপ্তর বিভিন্ন কোম্পানিকে জরিমানা করছে। বাধ্য হয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, প্রাণ, মেঘনা, আকিজ, বব্যুকক, স্কয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৪টি মামলা করেছে। শুনানিতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বিদায়ী বছরে। তারপরও আগের দামের পণ্য শেষ না হতেই বেশি দামের পণ্য বাজারে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি।

বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকার মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করে। বছরের শুরুতে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। কিন্তু ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রে যুদ্ধ শুরু হলে তার প্রভারে সব কিছু ওলট-পালট হয়ে গেছে। আমদানি ব্যয় ভয়ানকভাবে বেড়ে গেছে। তারপ্রভাবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ।

তেল নিয়ে তেলেসমাতি
সরকার রমজান মাস উপলক্ষে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে। সয়াবিন তেলের আমদানির উপর ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ মওকুফ করা হয়েছে। সয়াবিন তেলের দাম গত মার্চ মাস থেকে একেবারে নিয়ন্ত্রীণ হয়ে পড়ে। গত রমজানে সয়াবিন তেল নিয়ে শুরু হয় হই হই কাণ্ড। ভোজ্যতেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পাঁচ লিটার ৭০০ টাকা বিক্রি করা হলেও মিল মালিকরা বলতে থাকে তেল আছে, আর ব্যবসায়ীরা বলে পাওয়া যাচ্ছে না। জটিল গোলক ধাঁধায় ভোক্তা অধিদপ্তর বাধ্য হয়ে মিলে মিলে অভিযানে নামে।

দেশে বছরে ২০ লাখ টন সয়াবিন তেল লাগে। মাসে লাগে ১ লাখ ২০ হাজার টন। তবে রমজানে আড়াই লাখ টন লাগে। প্রতি মাসে বিভিন্ন কোম্পানি এর চেয়ে বেশি তেল দিচ্ছে। তারপরও বাজারে সংকট দেখা দেয়। কেউ কেউ দোকানের নিচে লুকিয়ে রাখে। শুধু তাই নয়, ক্রেতারা সয়াবিন তেল কিনতে গেলে মালিকরা ধরিয়ে দেয় সরিষার তেল। মার্চে পাঁচ লিটার তেল ৭২০ টাকা মূল্য থাকলেও ক্রেতারা তা সহজে পাননি। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তেলের দাম। এভাবে তেল নিয়ে অনিয়ম ধরা পড়ায় এস আলম এডিবল অয়েল মিল, টি কে গ্রুপ, ও বাংলাদেশ এডিবল অয়েল (রূপচাঁদা ব্র্যান্ড) কারখানার চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালককে ৩০ মার্চ তলব করে ভোক্তা অধিদপ্তর।

এরপর ঈদের পর ৫ মে এক লাফে তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়িয়ে করা হয় ১৯৮ টাকা। তাতেও তেল নিয়ে হই-চই চলতে থাকায় গত ৯ জুন বাজেট ঘোষণার দিন সর্বশেষ তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ৭ টাকিা। বোতলজাত তেলের দাম ঠিক করা হয় ২০৫ টাকা লিটার। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা লিটার। এক লাফে গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়েছে। এর আড়াই মাস পর ১৪ টাকা কমানো হয়। এরপর ১৯২ থেকে কমিয়ে সর্বশেষ ১৮ ডিসেম্বর সরকার তেলের দাম ১৮৭ টাকা লিটার ঘোষণা করেছে আর পামওয়েল ১১৭ টাকা লিটার। তারপরও সেই দামে পাওয়া যাচ্ছে না তেল।

চিনি নিয়ে ছিনিমিনি
বছরের প্রথমে জানুয়ারি মাসে সারাদেশে ৬৫ টাকা কেজি চিনি বিক্রি করা হয়। তবে দাম বাড়তে থাকে বছরের শেষ দিকে। যত দিন যাচ্ছে ডলারের সংকট দেখিয়ে মিলমালিকরা বাড়াতেই আছে দাম। মার্চে চিনি ৮৫ টাকা কেজি বিক্রি করা হলেও গ্যাস সংকটের অজুহাতে দাম বাড়তে থাকে। অক্টোবর মাসে চিনি রিফাইনারি মিলমালিক ও সরকার প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত ৯৫ টাকা কেজি বিক্রির ঘোষণা দেয়। তারপর বাজার থেকেই উধাও হয় চিনি। মিলমালিকদের চাপে বাধ্য হয়ে সরকার খোলা চিনি ১০২ টাকা ও প্যাকেট চিনির কেজি ১০৮ টাকা ঘোষণা করে। তবে সেই দামে বাজারে মিলছে না চিনি।

আটার দাম নিয়ে আট মামলা
মার্চে দুই কেজি আটা ৮২ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হলেও দিন বদলের পালায় দামও বাড়ছে হুহু করে। বর্তমানে বসুন্ধরা, তীরসহ বিভিন্ন কোম্পানির ২ কেজির আটা ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে আটা-ময়দা বেশি দামে বিক্রির অভিযোগে মেঘনা গ্রুপ, আকিজ, বসুন্ধরা, এসিআই, টিকে গ্রুপ, নুরজাহান গ্রুপ, এস আলম ও সিটি গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

চাল মিলমালিকদের বিরুদ্ধে ১৯ মামলা
জানুয়ারিতে আমন ধান উঠার পরও কমেনি চালের দাম। শুল্ক কমানোর পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে চাল আমদানির অনুমোদন দেয় সরকার। এরপর চালের দাম বেশি রাখার অভিযোগে গত সেপ্টেম্বরে কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্ট লিমিটেড, দাদা রাইস মিল, নওগাঁর বেলকন গ্রুপ, মফিজউদ্দিন অটো রাইস মিল, মজুমদার রাইস মিল ও ম্যাবকো হাইটেক রাইস মিলের বিরুদ্ধে মামলা করা হয়। দিনাজপুরের জহুরা অটো রাইস মিল, চাঁপাই নবাবগঞ্জের এরফান গ্রুপ, বগুড়ার কিবরিয়া এগ্রো, আলাল এগ্রো ফুড, খান অটো রাইস মিলের বিরুদ্ধে মামরা করা হয়। এ ছাড়া করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নুরহাজান এগ্রো ফুড লিমিটেড, মহাখালীর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, তেজগাঁয়ের এসিআই লিমিটেড, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো লিমিটেড, গুলশানের বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও সিটি গ্রুপ, মধ্যবাড্ডার প্রাণ ফুডস লিমিটেড ও নারায়ণগঞ্জের সিটি অটো রাইস মিলও রয়েছে মামলার তালিকায়।

এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বললে বাণিজ্য মন্ত্রণালয় নড়েচড়ে বসে। বাধ্য হয়ে ভোক্তা অধিদপ্তর সারা দেশে বাজারে অভিযান পরিচালনা করে। বিভিন্ন খাতের উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করে ভোক্তা অধিদপ্তর। সঠিক জবাব না পেয়ে বেশি দাম রাখায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেপ্টেম্বর মাসে প্রাণ, ব্রাক, সিটি, স্কোয়ার, রশিদ, এরফান গ্রুপ, তেল কোম্পানি এডিবল ওয়েল কোম্পানিসহ ১৯টি নামিদামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দামে চাল বিক্রি করায় মামলা করেছে। তাদের যথযথ কারণ উল্লেখ করে গত ২৬ সেপ্টেম্বর থেকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে মামলা
অধিকাংশ পণ্যের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোয় ৭ সেপ্টেম্বর বেশ কয়েকটি বহুজাতিত কোম্পানি কর্তৃপক্ষকে তলব করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এমনকি ইউনিলিভার দুই তিন মাসে চার থেকে পাঁচ বার পণ্যের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ খুচরা বিক্রেতা ও ভোক্তাদের। এসব অভিযোগে সাবান, পাউডার বেশি দামে বিক্রি করার অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, স্কয়ার গ্রুপ, কোহিনুরি কেমিক্যাল ও কেয়া গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

ডিম ও মুরগির ১২ মামলা
উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আড়ৎদার পর্যন্ত বেশি দামে ডিম ও মুরগি বেশি দামে বিক্রির অভিযোগেও মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। ডিম বেশি দামে বিক্রির কারণে গাজিপুরের সিপি বাংলাদেশ লিমিটেড, মহাখালীর প্যারাগন পোল্ট্রি, বসুন্ধরার ডায়মন্ড এগ, মগবাজারের পিপলস ফিড, ধানমন্ডীর কাজী ফার্মস গ্রুপ এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী আড়ৎদার বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া মুরগি বেশি দামে বিক্রি করার জন্য কাজী ফার্মস, সিপি, প্যারাগন, নারিশ পোল্ট্রি, আলাল পোল্ট্রি ও সাগুনা ফুড অ্যান্ড ফিডসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলা এখনো চলছে।

কম দামে টিসিবির পণ্য
অপরদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে ২০ মার্চ থেকে। ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।

এসএন

 

Header Ad
Header Ad

গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। তিনি জানান, বিদ্যমান সব বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ, যাতে গ্রীষ্মকালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা যায়।

বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে গড়ে দৈনিক ১৪,০০০ থেকে ১৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে গড় চাহিদা প্রায় ১৫,০০০ মেগাওয়াট। গ্রীষ্মে এই চাহিদা সর্বোচ্চ ১৭,৮০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭,২৬০ মেগাওয়াট।

গত শনিবার দেশে উৎপাদিত বিদ্যুৎ ছিল ১১,৯৭১ মেগাওয়াট, যার বিপরীতে চাহিদা ছিল ১৪,৪৫১ মেগাওয়াট। রবিবার কর্মদিবস হওয়ায় চাহিদা আরও বেড়ে যায়। যদিও গ্রীষ্মে প্রায় ৭৫০ মেগাওয়াট ঘাটতির আশঙ্কা রয়েছে, বিপিডিবি মনে করে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চেয়ারম্যান জানান, বিদ্যুৎ বিভ্রাটের পেছনে কারিগরি ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ (যেমন ঝড় বা বৃষ্টিপাত) একটি বড় কারণ। এছাড়া গ্যাসের চাহিদা পূরণে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে, যা বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান জ্বালানি। ইতোমধ্যে স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকেও এলএনজি আনা হয়েছে।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিং কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন তিনি। এভাবে প্রতিদিন ২,০০০ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।

সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষায় সরকারের নানা উদ্যোগের কারণে চলতি গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

Header Ad
Header Ad

পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

ইরান তার পরমাণু কর্মসূচি থেকে একচুলও সরছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের জন্য একটি ‘লাল রেখা’। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনাতেও এই অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা হবে না।

রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন ঘারিবাবাদি। বৈঠকে তিনি ইতালির রোমে তেহরান-ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইনপ্রণেতাদের বিস্তারিত অবহিত করেন।

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ঘারিবাবাদি আলোচনার মূল বিষয়গুলো তুলে ধরেছেন। বৈঠকে তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং দেশটির পরমাণু কার্যক্রম সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ঘারিবাবাদি আরও বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা—বিশেষ করে মার্কিন কংগ্রেসের আইন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। ইরান চায়, এসব নিষেধাজ্ঞা যেন সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে প্রত্যাহার করা হয়। শুধুমাত্র প্রতীকীভাবে নয়, বরং ইরানি জনগণের জন্য বাস্তব অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রেস টিভি

Header Ad
Header Ad

পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার

ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে সৌদিতে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশে ফেরার সময় ফেরত পাবেন পর্যটকরা। সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে এই নিয়ম গত ১৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পর্যটকদের জন্য প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার উপর শূন্য শতাংশ হারে ভ্যাট আরোপ করবে এবং সৌদি আরব ত্যাগের সময় পরিশোধিত ভ্যাটের অর্থ ফেরত দেবে। এতে পর্যটকদের ভ্রমণ ব্যয় হ্রাস পাবে এবং সৌদির পর্যটন খাত আরও চাঙা হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জেডএটিসিএ) জানিয়েছে, কর ফেরতের পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান পর্যটকদের পক্ষে কর ফেরতের আবেদন এবং তা কার্যকর করবে। তবে নিয়ম লঙ্ঘন বা অনিয়ম হলে, পর্যটক ও সেবাদাতা—উভয়ই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী হবেন।

জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশগুলোর পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবেন। তবে এই সুবিধা চলমান থাকবে যতদিন না পর্যন্ত ইলেকট্রনিক সার্ভিস আইন কার্যকর হয়। জেডএটিসিএ’র গভর্নর এই কর ফেরতের প্রক্রিয়া ও নিয়মাবলি নির্ধারণ করবেন।

নিয়মাবলির মধ্যে থাকবে—পর্যটকদের কর ফেরতের ধাপসমূহ, পর্যটক হিসেবে স্বীকৃতি পাওয়ার শর্ত, কোন পণ্য এই সুবিধার আওতায় আসবে, ন্যূনতম ক্রয়মূল্য, কোন বিক্রেতারা সুবিধা দিতে পারবেন এবং কর ফেরতের আবেদন পদ্ধতি।

অন্যদিকে, সংশোধিত ভ্যাট বিধিমালায় বলা হয়েছে, যদি কোনো ব্যবসা কার্যক্রম অন্যের কাছে হস্তান্তর করা হয়, তাহলে নতুন মালিককে ৩০ দিনের মধ্যে জেডএটিসিএ-কে তা জানাতে হবে। তবে পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকলে এ নিয়ম প্রযোজ্য হবে না। এমনকি রেজিস্ট্রেশন বাতিল হলেও, আগের মালিক পুরনো কর সংক্রান্ত দায়-দেনা থেকে অব্যাহতি পাবেন না এবং তাকে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে।

সূত্র: সৌদি গেজেট

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান
পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের
পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!
জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ
বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু