অভিবাসী প্রেরণে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে : আইওএম
অভিবাসী সংখ্যার দিক থেকে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ। তবে রেমিটেন্স গ্রহণে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২’র তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার(০২ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ক্রমাগতভাবে বাড়ছে অভিবাসীর সংখ্যা। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ২৮ কোটি ১০ লাখ অভিবাসী রয়েছে।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী চলাচল নিয়ন্ত্রণ ও ভ্রমণে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপর্যয়, সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বেড়েছে।
আইওএম বলছে, বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী কমেছে ৬০ শতাংশ। ২০১৯ সালে যাত্রী ছিল সাড়ে চার বিলিয়ন, যা ২০২০ সালে এক দশমিক ২০ বিলিয়নে দাঁড়িয়েছে। একই সময়ে দুর্যোগ, সংঘাত ও সহিংসতার ফলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংখ্যা বেড়ে হয়েছে ৪০ দশমিক ৫ মিলিয়ন, যা এক বছর আগে ছিল ৩১ দশমিক ৫ মিলিয়ন।
প্রতিবেদনটি সম্পর্কে আইওএমের মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনা বলেন, কোভিড-১৯ এর কারণে শতকোটি মানুষ আটকা পড়েছে। তারপরও লাখ লাখ বাস্তুচ্যুতির ঘটনায় বিপুল সংখ্যক মানুষ গৃহহীন হতে বাধ্য হয়েছে।
আরইউ/এসআইএইচ/কেএফ/