নির্বাহী পরিচালক হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্ত্তী গত ২ জানুয়ারি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রবিবার ( ৯ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর তত্বাবধানে ‘এ্যাডভান্সন্ড সার্টিফিকেট কোর্স অন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট’ কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। চক্রবর্ত্তী ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বগুড়া এবং রংপুর অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আইন বিভাগ, এক্যুইটি অ্যান্ড অন্ট্র্যাপ্র্যানারশিপ ফান্ড ইউনিটে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকে কর্মদক্ষতার পুরস্কার স্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৬ পদক প্রাপ্ত হন।
তার জন্মস্থান ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ধলকুন্ড গ্রামে।
তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।
জেডএ/