প্রকৌশলী তৈরিতে অর্থই নয়, রাষ্ট্রকে অনেক ধরণের বিনিয়োগ করতে হয় : শিক্ষা উপমন্ত্রী
সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে কর্মমুখী কাজে সম্পৃক্ত করতে হবে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার কোলাবরেশন বাড়াতে হবে। পড়ালেখার সময় নানা ধরণের সফট স্কিল আয়ত্ত্ব করতে হবে।’
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে কর্মমুখী কাজে সম্পৃক্ত করতে হবে। পড়ালেখার সময় নানা ধরণের সফট স্কিল আয়ত্ত্ব করতে হবে। একজন প্রকৌশলী তৈরিতে অর্থই নয়, রাষ্ট্রকে অনেক ধরণের বিনিয়োগ করতে হয়। আমাদের প্রকৌশলীদেরও সেভাবে রাষ্ট্রীয় কাজে লাগতে হবে। আমাদের উন্নয়ন কাজেও বিদেশিদের নির্ভরতা কমাতে হবে। রাষ্ট্র যে উদ্দেশ্যে ধারাবাহিকভাবে প্রকৌশল শিক্ষায় বরাদ্দ দিচ্ছে, সেই উদ্দেশ্য সফল করতে হবে। এই বিনিয়োগকে অর্থবহ করতে হবে।’
মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, ‘একজন প্রকৌশলী তৈরিতে অর্থই নয়, রাষ্ট্রকে অনেক ধরণের বিনিয়োগ করতে হয়। আমাদের প্রকৌশলীদেরও সেভাবে রাষ্ট্রীয় কাজে লাগতে হবে। আমাদের উন্নয়ন কাজেও বিদেশিদের নির্ভরতা কমাতে হবে। রাষ্ট্র যে উদ্দেশ্যে ধারাবাহিকভাবে প্রকৌশল শিক্ষায় বরাদ্দ দিচ্ছে, সেই উদ্দেশ্য সফল করতে হবে। এই বিনিয়োগকে অর্থবহ করতে হবে।’
চট্টগ্রামের প্রবল জনপ্রিয় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল তাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেছেন, ‘১৯৭৫ পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ভার্সন বানানোর চেষ্টা করা হচ্ছে। এখনও অপচেষ্টাটি অব্যাহত রয়েছে। আমাদের দেশের ছাত্রসমাজকে সজাগ থাকতে হবে। যার, যার অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা প্রদান করে যেতে হবে।’
তিনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৮ সদস্যের এক রাতেই নিহত হওয়ার ঘটনার আগস্ট মাসের শোকাবলীকে শক্তিতে পরিণত করার চেষ্টা করছি। এজন্য তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ চেতনা ছড়িয়ে দিতে হবে। তার রাজনৈতিক ও জীবনাদর্শকে তুলে ধরতে হবে।’
‘১৯৭৫ পরবর্তী দীর্ঘ ২১ বছর ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পরাস্ত করে একশ্রেণীর লোকেরা এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছেন। চুয়েট অ্যালামনাই ও দেশে-বিদেশে যারা বিভিন্ন অবস্থানে আছেন, ছাত্রলীগ, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের দাবি জোরদার করতে হবে।’
ওএফএস।