রেমিট্যান্সে ২.৫% সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে (প্রবাসী আয়) আড়াই শতাংশ নগদ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক তফসিলভূক্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ হার কার্যকর হবে।
রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত আয় বৈধ উপায়ে দেশে আনতে উৎসাহিত করতে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে ২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।পাশাপাশি রেমিট্যান্স প্রেরণ বা নগদ সহায়তা সংক্রান্ত আগের নির্দেশনা যথারীতি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
অর্থ্যাৎ চলতি বছরের (২০২২) ১ জানুয়ারি থেকে প্রবাসীরা কারো অ্যাকাউন্টে ১০০ টাকা দেশে পাঠালে তিনি আড়াই টাকা যোগ করে ১০২ টাকা ৫০ পয়সা তুলতে পারবেন। এতদিন রেমিট্যান্সে ২ শতাংশ হারে সহায়তা পেতেন দেশের বাইরে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। বৈধ চ্যানেলে প্রবাসীদের আয় দেশে আনতেই এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রণালয় থেকে শনিবার জানানো হয়েছে।
জেডএ/জেডএকে