ডিসেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড
বিদায়ী বছরের শেষ মাসে অতীতের সব রেকর্ড ভেঙ্গে বাংলাদেশে রপ্তানি আয় এসেছে প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে পণ্য রপ্তানি করে এতো বেশি বিদেশি মুদ্রা দেশে আসেনি। পাশাপাশি বেড়েছে রিজার্ভও। ডিসেম্বরে রিজার্ভ হয়েছে ৪৭ বিলিয়ন (৪৭০০ কোটি ) ডলার।
সূত্র জানায়, ডিসেম্বরে বাংলাদেশ থেকে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বর্তমান বিনিময় হার (৮৫ টাকা ৮০ পয়সা) টাকা ধরে এই অর্থের পরিমাণ প্রায় ৪৩ হাজার কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫০ শতাংশ। বাংলাদেশে এক মাসে পণ্য রপ্তানি থেকে সর্বোচ্চ আয় এসেছিল গত অক্টোবরে, ৪৭২ কোটি ৭৫ লাখ ডলার।
চলতি ২০২১-২২ অর্থবছরের ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) হিসাবে প্রায় ২৪ দশমিক ৭০ বিলিয়ন (২ হাজার ৪৬৯ কোটি ৮৫ কোটি) ডলার রপ্তানি আয় দেশে এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪১ শতাংশ বেশি। আর ছয় মাসের রপ্তানি আয় ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন হয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ বেশি।
রপ্তানি আয় প্রায় প্রতি বছরই বাড়ে। তবে লক্ষ্যমাত্রা অর্জন হয় কমই। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। করোনার মধ্যেও দারুণ পোশাকখাতের প্রবৃদ্ধির কারণে বেশি হারে আয় করছে বাংলাদেশ।