আয়কর দিতে আইনমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার জাতীয় আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেমিনার আয়োজন করে
করযোগ্য আয়ের কর দিতে আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, যতো বেশি কর দেওয়া হবে, দেশ ততো উন্নত হবে। করের টাকা জনগণ দেয়। তাই এ টাকার যাতে অপব্যবহার না হয়। কর্মকর্তাদের সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর আদায়ে সব ধরনের সহযোগিতা দেবে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী বলেন, করের বিকল্প নেই। তাই কর আদায়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, ‘জনগণের দেওয়া করের টাকা শিক্ষা, স্বাস্থ্যসহ জনগণের কল্যাণেই ব্যয় হয়। উন্নয়নের চাহিদা মেটানোর জন্য যোগ্য সবার কর দেওয়া দরকার। কর বিভাগের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘এ বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলডিসি গ্র্যাজুয়েশনের স্বীকৃতির সুপারিশ করেছে জাতিসংঘ। বাংলাদেশের অর্থনীতি আগের জায়গায় নেই। গ্রাম ও শহরের ব্যবধান কমে গেছে। ট্যাক্স, ভ্যাট দেওয়ার অনেক লোক রয়েছে। তাই কর আহরণ বৃদ্ধির জন্য নতুন খাত চিহ্নিত করতে হবে। তাহলে করের বোঝা কমবে।’
তিনি বলেন, ‘অডিটের নামে হয়রানি বন্ধ করতে হবে। এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা আমদানি নির্ভর দেশ থাকতে চাই না। মেড ইন বাংলাদেশের কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা বলেন, ট্যাক্স নেট বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। ফাঁকির প্রবণতা কমাতে করের হার কমানো হয়েছে।
ভুয়া অডিট রিপোর্ট বন্ধ হলে খেলাপি ঋণ হার কমে যাবে বলে মন্তব্য করেছেন আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু। আয় কর যাতে শুধু আয়ের ওপর হয়, অন্য ব্যাপারে ন্যূনতম কর হার তুলে দেয়ারও প্রস্তাব করেন তিনি।
বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এনবিআরের সংস্কার জরুরি। কর বাড়াতে উপজেলা পর্যায়ে অফিস করা দরকার। কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এনবিআরে বিশেষ বিবিএস লোক নিয়োগ দিতে হবে।
সেমিনারে‘রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য শামসুদ্দিন আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।
জেডএ/এসএন