চ্যালেঞ্জ নিয়েই বছরের প্রথম দিন মেলা শুরু: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চ্যালেঞ্জ নিয়েই বছরের প্রথম দিন ২৬তম বাণিজ্যমেলা শুরু করা হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশ বিদেশের ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন। তারমধ্যে স্থায়ী কাঠামোর ভিতরে দুইদিকে থাকবে ১৬২টি স্টল। আর বড়গুলো বাইরে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় এর উদ্বোধন করবেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম বাণিজ্যমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, করোনার কারণে মেলা সীমিত করা হয়েছে। তারপরও ভারতসহ ১১টি দেশ মেলায় অংশ নিয়েছে। জনগণের জন্য কুড়িল বিশ্বরোড থেকে ৩০টি বাস যাতায়াত করবে। ৩০ টাকা ভাড়া লাগবে। এবার প্রথম আয়োজন। তাই কিছু সমস্যা থাকবে। নিরাপত্তার জন্য ৩০০ পুলিশ থাকবে।
তিনি আরও বলেন, বড়দের ৪০ টাকা, অপ্রাপ্তদের জন্য ২০ টাকায় টিকিট কিনে মেলায় প্রবেশ করা যাবে। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধারা টাকা ছাড়াই মেলায় প্রবেশ করতে পারবেন। মেলার পর বড় বড় কোম্পানীগুলো সারা বছর তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাবেন। এছাড়া বিভিন্ন সংগঠন তাদের সভা সেমিনারও করতে পারবে। সেই ব্যবস্থা করা হয়েছে। বিশাল আকারের ক্যাফেটারিয়া রয়েছে। এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে।
জেড/এএস