কাজের কোয়ালিটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
খাল বা নালা যাই করা হোক না কেন, ভালো করে শেষ করতে হবে। যাতে কোনো ধরনের জলবদ্ধ না হয়। কাজের কোয়ালিটি ইনশিওর (নিশ্চিত) করতে হবে। অহেতুক সময় ব্যয় করা যাবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা (অনুশাসন) দিয়েছেন।
রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।
গণভবণ থেকে যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। সভায় দুই হাজার আট কোটি টাকা খরচ নির্ধারণ করে সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আর বর্তমান অবস্থা বিবেচনা করে সভায় টেলিটকের ৫জির প্রকল্পটি স্থগিত করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আগে ফোরজির কভারেজ সব কাজ শেষ করে ৫ ফাইভ জি’র কাজে হাত দেওয়া হবে। তাছাড়া এ কাজ করতে হলে সব মেশিনারি বিদেশ থেকে আমদানি করতে হবে। কিন্তু দেশে যেহেতু একটা সংকট চলছে ডলার নিয়ে। তাই এই মুহূর্তে এটা বাস্তবায়নের উদ্যোগ স্থগিত করা হয়েছে। বিকল্প ব্যবস্থা করতে পারলে পরে দেখা যাবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।
ডলারের ব্যাপারে আলাদা কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ডলারের বাজার নিয়ে আলাদা আলাদা কোন আলোচনা হয়নি। তবে কৃচ্ছতার মধ্যে যাচ্ছি। তাই ফরেন কারেন্সির কথা বিবেচনা করে এ মুহূর্তে ফাইভ জি স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মতামত দিয়েছেন।
মন্ত্রী আরো বলেন, বেশি বেশি করে গাছ লাগাতে হবে কক্সবাজার জেলার প্রকল্প এলাকায় বেশি করে ঝাউ গাছ লাগাতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। এর আগেও তিনি প্রকল্প এলাকায় বেশি বেশি গাছ লাগাতে বলেছেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে কত প্রকল্প বাদ দেওয়া আছে, তার তালিকা আমার কাছে নাই। তবে অর্থ মন্ত্রণালয় যেহেতু ক্যাটাগরি নির্ধারণ করেছে। তাই এর চিত্র তাদের কাছে থাকতে পারে। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মামুন আর রশীদসহ বিভিন্ন বিভাগের (সদস্য) সচিবরা।
জেডএ/