আবাসন মেলায় ৩৯৭ কোটি টাকার বিক্রি ও বুকিং
এবার আবাসন মেলায় প্রায় ৩৯৭ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক জায়গা বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। প্লট ও বাণিজ্যিক স্পেস বাবদ ৭৪ কোটি টাকা।
এ ছাড়া ব্যাংক প্রতিশ্রুতি এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকার। মেলায় দর্শনার্থী এসেছেন ১৯ হাজার ২৩৭ জন।
সোমবার (২৭ ডিসেম্বর) পাঁচ দিনব্যাপী এ আবাসন মেলার সমাপনী দিনে মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল এসব তথ্য জানান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
রিয়্যাল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি বলেন, মেলার আসল উদ্দেশ্য ব্রান্ডিং। এখানে যারা এসেছেন তারা ফ্ল্যাট, প্লট কেনা বেচার জন্য। তবে কেউ আগে, কেউবা পরে কিনবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্মান সামগ্রীর দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়ে গেছে। তারপরও তারা ফ্ল্যাটের দাম বাড়াননি। এবারের বুকিং করা ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেসের দামও বাড়বে না। বর্তমান দামেই বিক্রি করা হবে বলে জানান তিনি।
জেডএ/এমএমএ/