ফের ন্যাশনাল টি কোম্পানী'র চেয়ারম্যান হলেন শেখ কবির হোসেন
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন।
কোম্পানির পরিচালনা পর্ষদের ৬৩৬তম সভায় অংশগ্রহণকারী পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে পরবর্তি মেয়াদের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেন।
সোমবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচ,এস,এম জিয়াউল আহসান, কোম্পানির সচিব এ, কে, আজাদ চৌধুরী, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, শওকত আলী ওয়ারেছী, মোহাম্মদ বিন কাশেম, শাকিল রিজভী, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।
শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি এর সাবেক চেয়ারম্যান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্ণরস।
তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক হিসাবে দেশে-বিদেশে লায়ন আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন। আগারগাঁয়ে অবস্থিত লায়ন চক্ষু হাসপাতালেরও অন্যতম পৃষ্ঠপোষক। এছাড়াও দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস-চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিডিবিএল এর চেয়ারম্যান ও ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ট্রাষ্ট্রি বোর্ডেরও চেয়ারম্যান।
/এএস