সোমবার শেষ হচ্ছে আবাসন মেলা
একই ছাদের নিচে ক্রেতা-বিক্রেতাদের সুযোগ কাজে লাগাতে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবাসন মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন আজ সোমবার (২৭ ডিসেম্বর) শেষ হচ্ছে।
এবারের ফেয়ারে দেড় শতাধিক প্রতিষ্ঠানের মোট ২২০টি স্টল রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। ক্রেতাদের আকৃষ্ট করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্য ছাড় দিয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট রয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচ বার প্রবেশ করতে পারবেন।
এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে।
এ বছর প্রতিদিন মেলা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হচ্ছে। মেলার ক্রয়-বিক্রয়ে সার্বিক বিষয় তুলে ধরতে আজ বিকেল ৫টায় মেলা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে রিহ্যাবের পক্ষ থেকে।
মেলার বিভিন্ন স্টলে কয়েকদিন ঘুরে দেখা গেছে, চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে এসেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। মেলায় রয়েছে মান ও আয়তন যাচাই-বাছাই করে বুকিং দেওয়ার সুবিধা। ক্রেতারা কেউ বুকিং দিচ্ছেন, কেউ আবার ঘুরে-ফিরে দেখছেন। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল বেশ। তবে ছোট ও মধ্যম মানের ফ্ল্যাটগুলো বেশি খুঁজেছেন ক্রেতারা। এনা প্রপার্টিজের সহকারী ম্যানেজার মো. লুৎফর রহমান আরিফ ঢাকাপ্রকাশকে বলেন, করোনার ধকল সামলে কিছুটা সাড়া পেলেও ২০১৯ সালের মতো সাড়া নেই দর্শনার্থী-ক্রেতাদের। মেলায় ১১২০ থেকে ২০০০ বর্গফুটের ফ্ল্যাট আনা হয়েছে। ছয় হাজার থেকে ১০ হাজার টাকা বর্গফুট বিক্রি করা হচ্ছে।
মেলায় আকিজ গ্রুপের আকিজ বোর্ড ও সিরামিকের স্টলে বিভিন্ন পণ্য আনা হয়েছে। এছাড়া সিটি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ অনেক ব্যাংকও অংশ নিয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কম সুদে নিরাপদে ফ্ল্যাটে বাস করার জন্য তারা সুযোগ দিচ্ছে। কারণ পছন্দের ফ্ল্যাট থাকলেও অনেকে অর্থাভাবে তা কিনতে পারেন না। তাদের পছন্দের ফ্ল্যাট কেনার সঙ্গী হতে এবার মেলায় হাজির হয়েছে ব্যাংক ও কিছু আর্থিক প্রতিষ্ঠান। তারা দিচ্ছে কম সময়ে স্বল্প সুদে ঋণ, ৭ থেকে সাড়ে ৮ শতাংশ। কোনো গ্রাহক ফ্ল্যাট কেনায় ঋণ সুবিধা নিতে চাইলে তা স্বল্প সময়ের মধ্যে পাবেন বলে ব্যাংক কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারের একটি করে এবং দুবাইতে দুটি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে আবাসনে বিনিয়োগ করতে।
এমপি/এসআইএইচ