বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকা জেলার সবুজবাগ এবং খিলগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানায়।
অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকার সবুজবাগ থানা এলাকায় ঢাকা মসলা ঘরকে ২৫ হাজার টাকা এবং খিলগাঁও থানা এলাকার নওয়াব শাহ বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার মাকসুদা রুনা অংশগ্রহণ করেন বলে জানান পরিচালক মো নুরুল আমিন।
জেএ/এসআইএইচ
