ছোট ফ্ল্যাট ও প্লটের চাহিদা বেশি
সাধারণ ফ্ল্যাটের দিকে দর্শনার্থী, ক্রেতাদের আগ্রহ বেশি। সাইজ ৯৮৮ বর্গফুট। দাম সাত হাজার বর্গফুট। রাজধানীর পরিবাগে এক হাজার ৮৮২ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। দাম ১৩ হাজার টাকা বর্গফুট। সবার সামর্থ্য অনুযায়ী মেলার বিভিন্ন লোকেশনে ফ্ল্যাট নিয়ে আসা হয়েছে বলে জানান রানার প্রপ্রার্টিজের সিনিয়র এক্সিকিউটিভ মো. শরিফুল ইসলাম সাইমন। মেলায় অন্যান্য আবাসন ব্যবসায়ীদের স্টলের কর্মকর্তারাও একই কথা জানান, মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
এদিকে ফ্ল্যাটের সাথে রাজধানীর বিভিন্ন স্থানে প্লটের ব্যবস্থা করতেও মেলায় হাজির হয়েছে বিভিন্ন আবাসন ব্যবসায়ী। তারাও তিন কাঠা থেকে এলাকাভেদে ১০ কাঠার ফ্ল্যাট বিক্রির জন্য মেলায় হাজির হয়েছে। সাড়াও ভালো পাওয়া যাচ্ছে বলে জানান তারা। আর দর্শনার্থীরা বলছেন, একই ছাতার নিচে সুযোগ হয়েছে বিভিন্ন লোকেশনের ফ্ল্যাট বা প্লট দেখার। ঘুরে ঘুরে দেখা হচ্ছে। শনিবার (২৫ ডিসেম্বর) ছুটির দিনে সরেজমিনে মেলার বিভিন্ন স্টলে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
মেরিন গ্রুপের উপ-ব্যবস্থাপক বিপ্লব খান ঢাকাপ্রকাশকে বলেন, মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ ক্রেতার জন্য ছোট সাইজের প্লটের চাহিদা বেশি। পূর্বাচলের তিন কাঠা, পাঁচ ও ১০ কাঠার প্লট নিয়ে আসা হয়েছে মেলায়। এসব প্লট ১৪ লাখ থেকে ২৫ লাখ টাকা কাঠা বিক্রি করা হচ্ছে। এর মধ্যে এ ব্লকে রেডি ফ্ল্যাট ২৫ লাখ টাকা কাঠা এবং সি ব্লকে ১৪ লাখ টাকা কাঠা বিক্রি করা হচ্ছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা-২০২১ শুরু হয়েছে। এই আবাসন মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলায় স্টল রয়েছে ১৫০টি প্রতিষ্ঠানের ১৯০টি। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশ নিয়েছে বিল্ডিং মেটেরিয়ালস এবং ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আগামী সোমবার তা শেষ হবে।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভিড় ছিল। শনিবারও বিভিন্ন স্টলে দেখা গেছে, চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের অ্যাপার্টমেন্ট ও প্লট যাচাই-বাছাই করে বুকিং দেওয়ার সুবিধা রয়েছে। তাই ক্রেতারা কেউ বুকিং দিচ্ছেন, কেউ আবার ঘুরে ফিরে দেখছেন।
শেলটেক স্টলে অতিরিক্ত মহা-ব্যবস্থাপক সায়েদুল মাজিদ ঢাকাপ্রকাশকে বলেন, ১৩০০ থেকে ১৬০০ বর্গফুটের ফ্ল্যাট মেলায় আনা হয়েছে। স্থানভেদে ছয় হাজার ৯০০ টাকা থেকে ১৬ হাজার ৮০০ টাকা বর্গফুট ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বেশি বনানীতে ১৬ হাজার ৮০০ টাকা বর্গফুট ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে।
এ সময় সোনালী ব্যাংকের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, আমরা তিনজন কর্মকর্তা মেলায় এসেছি। জীবনে ঠাই গোজার জন্য এখানে এসেছি। দেখছি, পছন্দ হলে বুকিং দিয়ে দিব।
রিহ্যাবের সহ-সভাপতি কামাল মাহমুদ বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। ২০০৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশেও হাউজিং ফেয়ার আয়োজন করা হচ্ছে। করোনার কারণে গত বছর মেলা বন্ধ ছিল। এবার দেশের অবস্থা ভালো হওয়ায় আমরা মেলার আয়োজন করেছি। ১৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। সাথে কিছু লিংকেজ শিল্পের স্টলও অংশ নিয়েছে। আমরা আশা করছি এবারে ভালো সাড়া পাব।
জেএ/এসআইএইচ