ই-ক্যাবের নির্বাচন জরিপে এগিয়ে চেঞ্জমেকার্স প্যানেল
আগামীকাল শনিবার (১৮ জুন) রাজধানীর সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় নির্বাচনে এগিয়ে আছে চেঞ্জমেকার্স প্যানেল।
মোট ৭৯৫ জন ভোটার ভোট দেবেন এ নির্বাচনে। মোট তিনটি প্যানেলে ২৭ জন ও স্বতন্ত্র হিসেবে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন ৯ জন প্রার্থী।
নির্বাচনের ইশতেহার প্রকাশের পর থেকেই ফেসবুক ভিত্তিক “ই-ক্যাব ইলেকশন” পেজ থেকে এ নির্বাচনের বিভিন্ন তথ্য প্রচারের পাশাপাশি সব প্যানেলের নির্বাচনি কার্যক্রম একই প্লাটফর্ম থেকে দেখার সুবিধা করে দিয়েছে এ পেজ।
পাশাপাশি তারা একটি জরিপেরও আয়োজন করেছে। সেই জরিপে “ই-ক্যাব নির্বাচন ২০২২ ভোট দেবেন কোন প্যানেলকে” প্রশ্ন করা হয় ভোটারদের। সেখানে চেঞ্জমেকার্স, অগ্রগামী, ঐক্য, স্বতন্ত্র ও মিক্সড প্যানেল রাখা হয়। এখন পর্যন্ত মোট ২১২ জন উত্তর দিয়েছেন। প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে, ৩৯ দশমিক ২ শতাংশ সমর্থন নিয়ে অনেক এগিয়ে আছে চালডাল ডটকম এর প্রধান নির্বাহী ওয়াসিম আলীমের নেতৃত্বাধীন প্যানেল ’দ্যা চেঞ্জমেকার্স’।
২০ দশমিক ৮ শতাংশ জনমত নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে 'স্বতন্ত্র' প্রার্থীরা এবং শমী কায়সারের নেতৃত্বে থাকা ‘অগ্রগামী’ প্যানেল। তৃতীয় স্থানে ‘ঐক্য প্যানেল’ এবং সর্বশেষে রয়েছে মিক্সড প্যানেল অর্থাৎ যারা কোনো একটি প্যানেলকেই সব ভোট দেবেন না।
উল্লেখ্য, ফাউন্ডিং প্রেসিডেন্ট রাজীব আহমেদকে নিয়ে ২০১৪ সালে শুরু হওয়া ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এটাই প্রথম নির্বাচন, যেখানে সব ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। নির্বাচিত ইসি কমিটির মেয়াদ দুই বছর। এই ভোট নিয়ে ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে।
এসএন