‘আইএটিএ’ সনদের প্রশিক্ষণ শুরু এয়ার এ্যাস্ট্রার
বাংলাদেশে ফ্লাইট পরিচালন কার্যক্রম শুরু করছে এয়ার এ্যাস্ট্রা। এজন্য আইএটিএ বা অপারেশনাল সেফটি অডিট সনদ পেতে হবে। তাই ১৩ জুন, ২০২২ সোমবার থেকে এয়ারলাইনটির নিজস্ব ট্রেনিং সেন্টারে আইএটিএ ইন্সট্রাক্টর লুইস রামোস আলভেসের অধীনে পাঁচদিনের আইওএসএ এয়ারলাইন অডিটর ট্রেনিং, মডিউল -১'র প্রশিক্ষণ শুরু করেছেন তারা।
মোট ১৭ জন প্রশিক্ষণার্থী আছেন। অন্যতম-এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, ফ্লাইট পরিচালনা পরিচালক ক্যাপ্টেন ফরহাত জামিল, প্রকৌশল পরিচালক গাজী মাহমুদ ইকবাল, কোয়ালিটি এ্যাসিউরেন্স বিভাগের প্রধান মো. শফিকুল আলম, গ্রাউন্ড অপারেশন মহাব্যবস্থাপক জাফরউজ্জামান, ফ্লাইট সেফটি বিভাগের প্রধান ক্যাপ্টেন খালিদ শামস্ ও এয়ারলাইন সিকিউরিটি মহাব্যবস্থাপক হাসিব-উল-আলম।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন আইএটিএ) প্রদান করে আইএটিএ সনদ। এটি বিশ্ব মানদন্ড নিরুপণী অডিট, যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে। বিশ্বের সকল বৃহৎ এয়ারলাইন্স কোম্পানী (এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রভৃতি) আইওএসএ সনদপ্রাপ্তির মাধ্যমে তাদের নিরাপদ ও সুরক্ষিত ফ্লাইট পরিচালনা নিশ্চিত করে।
কোভিড - ১৯ পরবর্তী অনিবার্য পরিস্থিতিতে এয়ারক্রাফট সংগ্রহে বিলম্বও কাটিয়ে উঠেছে এয়ার এ্যাস্ট্রা। অ্যাস্ট্রা এয়ারওয়েজের জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক সাকিব হাসান শুভ আরো জানিয়েছেন, এ বছরের সেপ্টেম্বর নাগাদ তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা শুরু করবেন তারা। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট। এয়ার এ্যাস্ট্রার পরিকল্পনা অনুযায়ী, ২০২৩'র শেষ নাগাদ এয়ারলাইনটির বহরে আরও পাঁচটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ হবে।
ওএস।