মেয়েরা ভেবে-বুঝে সিদ্ধান্ত নেয়, তাই পুঁজিবাজারে ভালো করবে
পুঁজিবাজার হুজুগে গা ভাসানোর জায়গা নয়, এখানে ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হয়। বিভিন্ন জরিপ বলছে, ছেলেরা তুলনামূলক বেশি ঝুঁকি নেয়। মেয়েরা তত ঝুঁকি নেয় না। তারা বরং ভেবে-বুঝে সিদ্ধান্ত নেয়। তাই পুঁজিবাজারে মেয়েরা ভালো করবে। এক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এই সম্মেলনের আয়োজন করে।
মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘২০১০ সালে ধসের পর পু্ঁজিবাজারে নারীর সংখ্যা কমে পাঁচ লাখের নিচে চলে আসে। পু্ঁজিবাজারে নারীদের সব নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক নারী বাজারের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারী আসছেন না। প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারী আসলে তাদের বিনিয়োগের ঝুঁকি অনেক কমে আসবে।’
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুঁজিস্তা নূর-ই-নাহরীন, সিএপিএম এডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানিয়া শারমিন এবং এনবিএল ক্যাপিটাল এন্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কামরুন নাহার।
বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন মিথিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, নারীরা বেশি বিনিয়োগ করেন ব্যাংকের সঞ্চয়পত্রে এবং স্বর্ণে। কিন্তু পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে এখানে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া সম্ভব। বিআইসিএমে এসে তারা বিভিন্ন মেয়াদী কোর্স করে পুঁজিবাজার সম্পর্কে জানতে পারেন। তাছাড়া আজকাল তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও অনেক কিছু জানা যায় পুঁজিবাজার নিয়ে।
তারা বলেন, পুঁজিবাজারে ধার করে বিনিয়োগ করা ঠিক নয়। আপনার সঞ্চয়ের দশ শতাংশ বিনিয়োগ করে এখানে ব্যবসা শুরু করা উচিৎ।
বক্তারা বলেন, পরিবার–সন্তানসহ নানা কারণেই অনেক মেধাবী - শিক্ষিত নারীও ৯টা – ৫টা অফিস করতে পারেন না। কিন্তু প্রযুক্তির সহায়তা নিয়ে তিনি বাসায় থেকেই পুঁজিবাজারে বিনিয়োগ পরিচালনা করতে পারেন। আর পুঁজিবাজারে বিনিয়োগের কাজটিও মেধার।
এমএ/এমএমএ/