বাজেট বাস্তবধর্মী কিন্তু চ্যালেঞ্জিং: সালাম মূর্শেদী
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাস্তবধর্মী বলে মন্তব্য করেছেন সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। একইসঙ্গে প্রস্তাবিত এই বাজেটকে চ্যালেঞ্জিং বলেও মনে করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এই সভাপতি।
জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আব্দুস সালাম মূর্শেদী ঢাকাপ্রকাশ-কে বলেন, কোভিড এখনো শেষ হয়ে যায়নি। কোভিড পরবর্তী সময়ে, দেশের বড় বড় প্রকল্পগুলো অব্যাহত রেখে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পেশ করা এই বাজেট বাস্তবধর্মী কিন্তু চ্যালেঞ্জিং।
তিনি বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সবাইকে। কারণ যুদ্ধের কারণে বিভিন্ন দেশে খাদ্যাভাব দেখা দিয়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়বে। দ্রব্যমূল্য বাড়বেই। নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তবে সবসময় তা হয়তো নিয়ন্ত্রণ করা যাবেও না। তাই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সবাইকে। কারণ রপ্তানিমুখী শিল্প তো বাঁচাতে হবে। তিনি বলেন, বাজেটের পুরো বিষয় এখনো ভালোভাবে দেখা হয়নি। ভালোভাবে দেখলে হয়তো বিশদ বলা যেতো।
প্রসঙ্গত বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এর পরপরই জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার জন্য নির্ধারিত গ্যালারিতে বসে বাজেট উপস্থাপনা দেখেন। এর আগে দুপুরে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়। পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
উল্লেখ্য প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। এদিকে অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
এমএ/এএজেড