আব্দুর রউফ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রউফ তালুকদার।
শনিবার (১১ জুন) সরকারি ছুটির দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ৪ জুলাই তাকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থসচিব আব্দুর রউফ চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ৪ জুলাই থেকে বা যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্ণর পদে নিয়োগ দিয়েছে।
গভর্ণর পদে থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লেখিত চুক্তিদ্বারা নির্ধারিত হবে।
এনএইচবি/এমএমএ/