মানবতার কল্যাণে 'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন'
'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন ' ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলছে। মানব কল্যাণের সংগঠনের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ গুলোর জন্য কাজ করাই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।
ধারাবাহিক সামাজিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ 'ইচ্ছেপূরণ-৩ ' রংপুরের ধর্মদাস- সরদারপাড়াস্থ 'দৃষ্টি সংস্থা প্রতিবন্ধী বিদ্যালয়' এ প্রায় শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়ের আসা-যাওয়ার যাতায়াতের জন্য নতুন থ্রি হুইলার অটো হস্তান্তর, 'প্রজেক্ট অবলম্বন' এর উদ্যোগে সেলাই মেশিন ও পাঁচটি হুইল চেয়ার, চারটি এলবো ক্র্যাচ ও ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও 'ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি' উদ্যোগে এক বেলা খাবারের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচী অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখিত এই কর্মসূচিতে ফাউন্ডেশনের ঢাকা-রংপুর সহ বিভিন্ন জেলার ২৫ জন স্বেচ্ছাসেবী ছাড়াও রংপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, আমরা কিংবদন্তি ফাউন্ডেশন ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়। ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন 'আমরা কিংবদন্তি ' বর্তমান সদস্য সংখ্যা ৪৬ হাজার।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে 'ইচ্ছে পূরণ' কর্মসূচির আওতায় ভবিষ্যতেও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নে কার্যক্রমের ধারাবাহিকতায় অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে আগামী দিনে এই কার্যক্রম সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা হয়।
এএজেড