প্রতিক্রিয়া/ দেশীয় শিল্পের সুযোগ সৃষ্টি হবে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার ( ৯ জুন) জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাখাতসহ বেশ কিছু খাতকে।
বাজেটের ব্যাপারে জানতে চাইলে অর্থনীতিবিদ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক ড. খন্দকার গোলাম মেয়াজ্জেম ঢাকাপ্রকাশকে জানান, ‘এবারের বাজেটে অর্থমন্ত্রী বৈশ্বিক ও দেশের অভ্যন্তরের সমস্যার কথা তুলে ধরেছেন। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এটা ইতিবাচক দিক। বিশেষ করে আমদানি বিকল্প পণ্যে মূল্য ছাড় যেভাবে দেওয়া হয়েছে তার প্রভাব বা সুফল ভোক্তারা পাবে। অন্যদিকে দেশিয় শিল্পের সুযোগ সৃষ্টি হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগ বাড়বে। আবার কৃষিতে যেভাবে ভর্তুকি বাড়ানো হয়েছে এটা ভালো। তবে দেখার বিষয় ভর্তুকির ব্যবস্থাপনা।
তবে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে মূল্যস্ফীতি রোধে করমুক্ত আয়ের সীমা বৈদেশিক ঋণ ব্যবস্থা, ভর্তুকি ব্যবস্থার প্রভাব পড়বে না। কারণ বিদ্যুতে যেভাবে বরাদ্দ রাখা হয়েছে ভোক্তা পর্যায়ে মূল্য উসকে দিবে।
অপরদিকে রাজনৈতিক অঙ্গীকার কালো টাকা সাদা করার সুযোগ যে সুযোগের প্রস্তাব করা হয়েছে তা সর্মথন করি না। আবার পাচার করা টাকা ফেরত আসলে অন্যরাও উৎসাজিত হবে।’
জেডএ/