সৌর প্যানেলের উপর এক শতাংশ কর প্রস্তাব
আমদানি করা সৌর প্যানেলের উপর এক শতাংশ হারে কর বসানোর প্রস্তাব করা হয়েছে। দেশীয় উদ্যোক্তাদের সহায়তা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সোলার প্যানেল আমদানিতে এর আগে কোনো কর দিতে হতো না। এখন থেকে কর দিতে হবে। সরকার মনে করছে এর ফলে দেশেই সৌর প্যানেল উৎপাদনের কারখানা নির্মাণ হবে।
সারাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব সৌর প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করে আনা হয়।
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই টাকা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান।
অন্যদিকে, অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
আরইউ/আরএ/