সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ ১৬ দশমিক ৭৫ শতাংশ
আগামী ২০২২-২০২৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে মোট ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। যা বাজেটের ১৬দশমিক ৭৫ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ৫৫ শতাংশ।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ বাড়ানোর এ প্রস্তাব করেন।
কোভিড-১৯ অতিমারির অভিঘাত মোকাবিলায় সরকারের গৃহীত অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বৃদ্ধি। ২০২০-২০২১ অর্থবছরে ১১২টি এবং ২০২১-২০২২ অর্থবছরে ১৫০টিসহ মোট ২৬২টি উপজেলায় ভাতা প্রাপ্তির যোগ্য শতভাগ বয়স্ক ও বিধবাকে ভাতা প্রদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তিনটায় বাজেট বক্তৃতা শুরু করেন। এবার অর্থমন্ত্রী হিসেবে তিনি চতুর্থবারের মতো বাজেট দেন।
প্রস্তাবিত ২০২২-২০২৩ বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। অনুদানসহ ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ। এ ঘাটতি মোটানো হবে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে।
এনএইচবি/আরএ/