আইন ও বিচার বিভাগে বরাদ্দ বাড়ছে শতকোটি টাকা
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলতি বছরের চেয়ে আইন ও বিচার বিভাগের জন্য একশত দুই কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরের জন্য বাজেটে এই বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে এক হাজার নয় শত ২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের চলতি অধিবেশনে (বাজেট অধিবেশন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।
চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ ছিল এক হাজার আটশত ১৫ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে সংশোধিত হয়ে যা এক হাজার আটশত ২২ কোটি টাকা হয়। এর আগের অর্থবছরের (২০২০-২১) তুলনায় যা ছিল ৯৯ কোটি টাকা বেশি।
প্রসঙ্গত প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। এদিকে অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
এমএ/এএজেড