সারের ভর্তুকি ১৬ টাকা করার প্রস্তাব
বরাবরের মত ২০২২-২০২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে শুধু সারের জন্য ভর্তুকি রাখা হয়েছে ১৬ হাজার কোটি টাকা।
২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সার বাবদ ভর্তুকির পরিমাণ প্রাক্কলন করা হয়েছিল মোট নয় হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু মে ২০২১ এর তুলনায় মে ২০২২ সময়ে অন্যান্য সারের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি পেয়েছে- ডিএপি ৪৭ শতাংশ, এমওপি ১৭৭ শতাংশ এবং টিএসপি ৫৭ শতাংশ। এ মূল্য বৃদ্ধির কারণে সব ধরনের সার মিলিয়ে ২০২১-২০২২ অর্থবছরের ভর্তুকির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকায়।
এ কারণে আগামী অর্থবছরেও সারের ক্ষেত্রে সরকার ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করবে। বৃহস্পতিবার (৯জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
এছাড়াও কৃষিখাতে ২০২২-২০২৩ অর্থবছরে মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২৪ হাজার ২২০ কোটি টাকা। যা চলতি ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দ ছিল ১৮ হাজার ৯৪০ কোটি টাকা।
এনএইচবি/এএজেড