যেসব জিনিসের দাম বাড়তে পারে
২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এটি এই অর্থমন্ত্রী চতুর্থ বাজেট। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়।
বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে।
১. সৌখিন পোষা পাখি যেমন টিয়া, কাকাতুয়া, ম্যাকাও ও ভিনদেশি পাখির আমদানি শুল্ক ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দাম বাড়বে।
২. অপরিশোধিত আলকাতরার আমদানি শুল্ক বাড়ানো হয়েছে ১০ শতাংশ।
৩. ঘরে ব্যবহৃত পানি পরিশোধন মেশিন (ওয়াটার ফিল্টার) আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে ৯ শতাংশ।
৪. গার্মেন্টস পণ্যের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে ৪ শতাংশ।
৫. বিভিন্ন বৈদ্যুতিক তারসহ আমদানিকৃত যে কোনো ক্যাবলের শুল্ক বাড়ানো হয়েছে ৫ শতাংশ।
৬. পনির ও দইয়ে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ২০ শতাংশ।
৭. চা-কফিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ২০ শতাংশ।
৮. ওয়ানটাইম কাপ, প্লেটসহ সব পণ্যে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ২০ শতাংশ।
৯. আবাসন কাজে ব্যবহৃত নাট-বোল্ট ও সংযোজন পণ্যে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ২০ শতাংশ।
১০. অপটিক্যাল ফাইবার ক্যাবলে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ১০ শতাংশ। বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ।
১১. ইঞ্জিনের ধারণক্ষমতা অনুসারে টু স্ট্রোক ও ফোর স্ট্রোক ইঞ্জিনে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ১০০ থেকে ৫০০ শতাংশ। মোটরগাড়ি ও অন্যান্য ইঞ্জিনচালিত যন্ত্রের দাম বাড়বে।
১২. আমদানিকৃত ল্যাপটপ, প্রিন্টার ও টোনারের উপর আমদানি পর্যায়ে ভ্যাট আরোপ করা হয়েছে ১৫ শতাংশ।
১৩. সিগারেটের দামে ৫৭ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
/এএস