ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে সংশোধনসহ ৯ প্রকল্প একনেকে অনুমোদন
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সংশোধন করে সময় বাড়ানো হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। এটিসহ একনেক-এর সভায় ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ধরা হয়েছে।
দুই বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সশরীরে একনেক সভায় সভাপতিত্ব করেছেন। বুধবার (১ জুন) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে বিদেশি ঋণ ৮০৭ কোটি টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: ‘রূপকল্প ২০৪১: দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন’। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনে শেষ করতে হবে। ৮৮ কোটি টাকা ব্যয়ে রংপুর জেলাধীন পীরগঞ্জ, হারাগাছ ও বদরগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা, ১৩৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি এবং৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্প রয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন (১মং সংশোধিত) প্রকল্প, রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প। রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক করপোরেশন ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টটির অনুমোদন দেয়া হয় সভায়।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
জেডএ/