স্বর্ণের দাম কমল ভরিতে ২৯১৬ টাকা
স্বর্ণের দাম দেশের বাজারে ভরিতে মানভেদে দুই হাজার ৯১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর ফলে ভালো মানের স্বর্ণের অলংকারের প্রতি ভরির দাম ৭৯ হাজার ৫৪৮ টাকা দাঁড়াল।
বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।
নতুন মূল্য শুক্রবার (২৭ মে) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই রয়েছে।
এর আগে গত ২২ মে দেশের বাজারে স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি। তাতে এক ভরি স্বর্ণের অলংকারের দাম দাঁড়ায় ৮২ হাজার ৪৬৪ টাকা। দেশের ইতিহাসের এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। ছয় দিনের ব্যবধানে দাম কমানো হলেও গত রোববার আগে যে দামে ছিল, সেখানে ফেরেনি স্বর্ণের দাম।
এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৭ টাকা কমে হয়েছে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৯৯ টাকা কমে হয়েছে ৭৫ হাজার ৯৩৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৯ টাকা কমিয়ে ৬৫ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৮২ টাকা কমিয়ে করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।
আরএ/