শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

এবারে প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: অর্থমন্ত্রী

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সব খাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। অর্থনীতি গতিশীল হচ্ছে। অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে আশা করা যাচ্ছে চলতি অর্থবছরে (২০২১-২২) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে।

সোমবার (২০ নভেম্বর )  অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা  কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। এদিকে দেশে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় শনিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশদিক ৬ শতাংশ হবে। 

অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স কিছুটা কম হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। সামনে দুটি ঈদ আছে। তখন আরও বেশি রেমিটেন্স আসবে। রেমিটেন্স আসার যে প্রবণতা দেখা যাচ্ছে , এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাব।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘৫০ বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। ১০০ বিলিয়ন ডলার জিডিপি অর্জন করতে ৩৮ বছর লেগেছে। বাকি ১২ বছরে ৪১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি এগিয়েছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানো। আমরা যেভাবে এগোচ্ছি, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

অর্থমন্ত্রী আরও বলেন, রোড শো করা হয় বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার জন্য। এর সঙ্গে পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, পুঁজিবাজার সঠিক স্থানেই আছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ‘ঐকমত্য’ তৈরি হচ্ছে যে, আওয়ামী লীগ অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাবের কারণে নিষিদ্ধ হওয়া উচিত। ৫ আগস্টের পর থেকে এই ঐকমত্য দৃশ্যমান হয়ে উঠেছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।

আসিফ মাহমুদ বলেন, "আমরা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ৫ আগস্টের পরে জনগণের যে চাওয়া আছে, তা পূরণের লক্ষ্য আমাদের।" তিনি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলে ধরার বিষয়টিকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে আইনি কাঠামো কী হবে সে বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। বিচারিক প্রক্রিয়া ছাড়াও, ৪টি আইন রয়েছে, যেখানে সরকার ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, "যদি আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে দলীয়ভাবে নিষিদ্ধ করাসহ যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে।" তবে, সরকার আইনের বাস্তবায়ন যথাযথভাবে অনুসরণ করবে।

এছাড়া, আসিফ মাহমুদ বলেন, "গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে," তবে এই দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলের আত্মপ্রকাশ হতে পারে।

তিনি বলেন, "যে ছাত্র প্রতিনিধি বর্তমান সরকারের সঙ্গে আছেন, তারা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, তবে তাদের পদত্যাগ করতে হবে।" বর্তমান সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়েছে এবং কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

আসিফ মাহমুদ বলেন, "সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি কোনো দল ক্ষমতায় আসে, তবে তাদের জন্য সরকার চালানো কঠিন হবে।" তিনি মনে করেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

Header Ad
Header Ad

সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের টিভি চ্যানেল ১৪-তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "সৌদি আরবের অনেক জায়গা রয়েছে, তারা চাইলে নিজেদের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে।"

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানালেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, "ইসরায়েল বিপন্ন হতে পারে এমন কোনো চুক্তি আমি করবো না। বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই।"

তিনি আরও বলেন, "৭ অক্টোবরের পরও? এটি কী? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, সেটি গাজা, যেখানে হামাস নেতৃত্ব দিচ্ছিল। আর আমরা কী পেলাম? হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।"

ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট জানায়, সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

এই বৈঠকে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নেতানিয়াহু এ বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, "আমি মনে করি, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি সম্ভব এবং এটি ঘটতে চলেছে।"

তবে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করবে না।"

ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্ট-কে জানিয়েছেন, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে পারেন এবং পশ্চিম তীর সংযুক্তির (অ্যানেক্সেশন) পরিকল্পনা পিছিয়ে দিতে পারেন। তাদের ধারণা, তিনি সৌদি আরবকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে সরানোর চেষ্টা করতে পারেন।

Header Ad
Header Ad

জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়া জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাওন ও সাবাকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।"

গোয়েন্দা সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত এক বৈঠকে সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাওন। সেই সভায় তার নাম উঠে আসার পর থেকেই তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

একইদিন সন্ধ্যায় জামালপুরের নরুন্দি রেলওয়ে সংলগ্ন এলাকায় শাওনের বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র-জনতা।

পরে শুক্রবার রাতে ধানমন্ডি থেকে সোহানা সাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন ও সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া, আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবা, যা তদন্তের অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে।

তবে জিজ্ঞাসাবাদ শেষে তারা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ
সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু
জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ ফেরত, তোপের মুখে মোদি সরকার
নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে