এবারে প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সব খাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। অর্থনীতি গতিশীল হচ্ছে। অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে আশা করা যাচ্ছে চলতি অর্থবছরে (২০২১-২২) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে।
সোমবার (২০ নভেম্বর ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। এদিকে দেশে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় শনিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশদিক ৬ শতাংশ হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স কিছুটা কম হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। সামনে দুটি ঈদ আছে। তখন আরও বেশি রেমিটেন্স আসবে। রেমিটেন্স আসার যে প্রবণতা দেখা যাচ্ছে , এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাব।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘৫০ বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। ১০০ বিলিয়ন ডলার জিডিপি অর্জন করতে ৩৮ বছর লেগেছে। বাকি ১২ বছরে ৪১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি এগিয়েছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানো। আমরা যেভাবে এগোচ্ছি, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
অর্থমন্ত্রী আরও বলেন, রোড শো করা হয় বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার জন্য। এর সঙ্গে পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, পুঁজিবাজার সঠিক স্থানেই আছে।