আন্তর্জাতিক বাজারের কারণে দেশে তেলের দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ছে। এখান থেকে বের হয়ে আসতে হলে সয়াবিন তেলের বিকল্প চিন্তা করতে হবে।
পিঁয়াজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, আমাদের পিঁয়াজ উৎপাদন বাড়ছে। আমরা আশা করি, আগামীতে আমাদেরকে পিঁয়াজ আমদানি করতে হবে না।
বুধবার (১৮ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরকে ভোজ্যতেলের বিকল্প হিসেবে রাইস ব্রান ও সরিষা থেকে তেল উৎপাদন হয়। এটি করতে পারলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বিবেচনায় দেশে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। আমরা মনে করি, কৃষক পিঁয়াজের মূল্য অন্তত ২৫-৩০ টাকা পাওয়া দরকার। ভোক্তারাও ন্যায্য মূল্য কিনতে হবে। আমরা দুটো দিকেই নজর দিচ্ছি। এক্ষেত্রে ভোক্তা পর্যায়ে ৪৫-৫০ টাকা হওয়া উচিত। তিনি বলেন, আমরা পিঁয়াজের দামের উপর নজর রাখছি। দামে কোন সমস্যা দেখা দিলে আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী গম প্রসঙ্গে বলেন, ভারত গম রপ্তানিতে বাংলাদেশের উপর কোন নিষেধাজ্ঞা দেয়নি। আমরা যত খুশি সরকারিভাবে গম আমদানি করতে পারবে। আর বেসরকারিভাবে নিষিদ্ধ হলেও আমাদের ব্যবসায়ীরা আনতে পারবেন। আমরা সেটা দেখছি।
বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএইচবি /