৩৬ জেলায় ২ লাখ ছয় হাজার ৬৬৩ লিটার তেল জব্দ
রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজারে মেসার্স জনতা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুদকৃত ৭ হাজার ৯৫৬ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ওই সব তেল ক্রেতাদের কাছে আগের দরে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে বাজার অভিযান পরিচালনা করা হয়। এভাবে সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে ৩৬টি জেলায় ২ লাখ ছয় হাজার ৬৬৩ লিটার তেল জব্দ করে আগের রেটে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘ঈদের আগে ২৭ এপ্রিল কাপ্তান বাজারের মেসার্স জনতা এন্টারপ্রাইজ (১২৯ ড্রাম প্রতি ড্রামে ২০৪ লিটার) ২৬ হাজার ৩১৬ লিটার ভোজ্যতেল পূর্বের রেটে ক্রয় করে অবৈধভাবে মজুদ করে। ক্রাইসিস মুহূর্তে বিক্রি না করে মজুদকৃত ভোজ্যতেল ৯ থেকে ১১ মে পর্যন্ত ৯০ ড্রাম ১৮০ টাকা হিসেবে বিক্রি করে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বন্ধ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারের মেসার্স মোস্তফা স্টোরকেও এক অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও জানায়, অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ করায় ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩৬টি জেলায় ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার তেল জব্দ করে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
জেডএ/