গাজীপুরে ৭ হাজার লিটার তেল জব্দ, আগের দামে বিক্রি
গাজীপুর জেলার বোর্ড বাজারে তেলের গুদাম ও দোকানে অভিযান চালিয়ে সাত হাজার লিটার ভোজ্যতেল জব্দ করার পর তা আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মে) অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও মো. মাগফুর রহমান।
অভিযানে বোর্ড বাজারের মেসার্স মনির জেনারেল স্টোর থেকে পুরানো রেটের ১ লিটার, ২ লিটার ও ৫ লিটারের মোট ২ হাজার ৫৮ লিটারের বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মধ্যে আগের দামে অর্থাৎ ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা বিক্রি করা হয়। একই সঙ্গে যথাযথভাবে বোতলজাত সয়াবিন তেল বিক্রি না করে অবৈধভাবে মজুদ করা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার মেসার্স আরপি ট্রেডার্সে ২৫ ড্রামে (প্রতি ড্রামে ২০৪ লিটার) ৫ হাজার ১০০ লিটার খোলা সয়াবিন ও পাম তেল অবৈধভাবে মজুদ করা অবস্থায় ধরা পড়ে। মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মেসার্স আরপি ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ক্রেতাদের কাছে আগের দামে ১৪৩ টাকা প্রতি লিটার বিক্রি করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
জেডএ/আরএ/