ড্যাপ নিয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে রিহ্যাবের বৈঠক
ছবি : সংগৃহীত
ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০১৬-২০৩৫ এর বিষয়ে প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম সঙ্গে বৈঠক করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের নেতৃত্বে রিহ্যাবের নেতৃবৃন্দ এ বৈঠকে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ‘রাজধানী ঢাকার ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ড্যাপ তৈরি করতে হবে। এজন্য রিহ্যাবের যৌক্তিক দাবি-দাওয়া ও বিষয়গুলো পর্যালোচনা করে আরও নির্ভুল ও জনবান্ধব ড্যাপ প্রণয়ন করতে হবে।’
ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এই খাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বিভিন্ন পেশাজীবীদের মতামত, যৌক্তিক দাবি-দাওয়া পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করা হবে।’
বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ইঞ্জি. মোহাম্মদ সোহেল রানা, পরিচালক প্রকৌশলী মো. আল-আমিন, মাসুদ মনোয়ার, প্রকৌশলী রতন কুমার দত্ত, মো. কামরুল ইসলাম এবং প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেনে ।
আরইউ/এমএমএ