পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ
ছবি : সংগৃহীত
দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন শেষ হয়েছে ব্যাপক পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে দেখা যায়, দুই পুঁজিবাজারে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও মূল্য সূচকের বড় পতন দেখা গেছে।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৪৪ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ। যা গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) কমেছিল ৩৮।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৮৩৭ দশমিক ৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৮ দশমিক ৪১ পয়েন্টে।
ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ দশমিক ৬৬ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ২৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে আজ লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিই ১৭৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৮৪ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।
সিএসইতে লেনদেন করেছে ২৭০টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ১৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
টিটি/