শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডিজিটাল অ্যাপে চলত নিষিদ্ধ এমএলএম কার্যক্রম

নিষিদ্ধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনার জন্য ইন্টারনেট ভিত্তিক মোবাইল অ্যাপস ও ডিজিটাল ফিনানশিয়াল সার্ভিস ব্যবহার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বিশ্বাস অর্জনের জন্য গ্রাহকদের নিয়ে যাওয়া হতো কক্সবাজারে। রাখা হতো অভিজাত হোটেলে।

রবিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চক্রের মূল হোতাসহ সাত জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার হলেন- মো. আবুল হোসেন পুলক (৪০), মো. মাহাদী হাসান মল্লিক (৩৫), মো. মিজানুর রহমান ওরফে ব্রাভো মিজান (৫৫), মো. মহি উদ্দিন জামিল (৩৮), মো. সাইফুল ইসলাম আকন্দ(৪২), মো. কভেজ আলী সরকার (৩৫) এবং মো. শাহানুর আলম শাহীন (৪২)।

পুলিশ জানায়, এই চক্রটি প্রথমে বিভিন্ন রেস্টেুরেন্টে বিনিয়োগ করতে আগ্রহীদের লাঞ্চ/ডিনার করিয়ে চটকদার অফারের কথা বলে আকৃষ্ট করেন। তারা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে সারাদেশে প্রচারণা চালিয়ে এমএলএম কার্যক্রম চালাত। বিভিন্ন ডিজিটাল লিংক ও অ্যাপ ব্যবহার করে লাইসেন্স বিহীনভাবে এমএলএমের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মূলত সাধারণ মানুষের কাছ থেকে অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে তাদের নিজ নামের ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ইমাম হাসান জানান, চক্রটি
ANZAM GLOBAL LTD ও http://ppcgallary.com নামক এলএমএল কোম্পানি চালু করে। তারা এম.ডি ও অ্যাডভাইজার হিসাবে সারা দেশের ১৫ থেকে ২০ হাজার সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। চক্রটি www.mydinbd.net ও www.fcstrade.co.uk নামক এমএলএম কোম্পানি খুলে এক বছরে টাকা তিন গুন করার প্রলোভনের প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তারা কিছুদিন আগে বিপুল পরিমান টাকা খরচ করে বিমানে ও গাড়িতে করে ৫ থেকে ৬ শ সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে কক্সবাজার যায় এবং একটি লাক্সারি হোটেলে প্রোগ্রাম করে সাধারণ মানুষকে বিনিয়োগ করার জন্য প্রলুব্ধ করে।

এনএইচ/এএন

Header Ad
Header Ad

দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  

ছবিঃ সংগৃহীত

দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের প্রতি জনগণের কল্যাণে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর আব্বাসউদ্দীন খান মডেল কলেজ প্রাঙ্গণে দলের আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময়, বর্তমান সরকারকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগ দেশের আইনি ব্যবস্থা, প্রশাসনসহ বিভিন্ন খাতে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া প্রয়োজন।

এছাড়াও, বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে, দেশকে পুনর্গঠন করতে পারে বিএনপি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষিসহ ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে।

সম্মেলনে উপস্থিত হাজার হাজার জনগণের উদ্দেশে তারেক রহমান তর্কে না জড়িয়ে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

Header Ad
Header Ad

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। খবর বাসসের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই দিন ভোররাতে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন।

দেশে এ ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়। এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Header Ad
Header Ad

যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন

দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ সংস্থার উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান। ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষেদের তিনদিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। এই সেবাদান কার্যক্রমে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একইসাথে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ।

গত বুধবার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষ হয় শুক্রবার (৩১ জানুয়ারি)।

টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের মানুষগুলোর স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, কেউ অসুস্থ হলে নৌকাযোগে যেতে হয় ভূঞাপুর বা সিরাজগঞ্জ। তাদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে উপজেলার অর্জুনার চর শুশুয়া এলাকায় ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি ওই এলাকায় তিনদিন ব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রথম দিন ফ্রী মেডিকেল ক্যাম্পটি উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একইসাথে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ। চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছে তারা।

ফ্রি চিকিৎসা সেবা নিতে আসছিলেন ৭০ বছরের বয়োজেষ্ঠ্য রোমেছা বেগম। এ সময় কথা হয় তার সাথে, তিনি বলেন- চরে থাকি, দীর্ঘদিন ধরে কোমড়ের ব্যাথায় ভুগছি। কিন্তু বয়স হওয়ায় চলতে পারি না। তারমধ্যে যাতায়াতে সমস্যা। ডাক্তার দেখানোর জন্য নৌকা দিয়ে যেতে হয় ভূঞাপুর হাসপাতালে বা সিরাজগঞ্জ। কয়েকদিন আগে শুনেছি বাড়ির পাশে চিকিৎসা দিবে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিলাম।

হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুব বলেন, বাংলাদেশে ১০ হাজার মানুষের জন্য মাত্র পাঁচ জন ডাক্তার রয়েছে। যা স্বাস্থ্যসেবার সংকট তৈরি করছে। এই সংকট মোকাবেলায় হিউম্যান কনসার্ন ইউএসএ কাজ করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে চর শুশুয়া এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুর্গম চরাঞ্চলের নানা বয়সের মানুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন। কার্যক্রম চলমান থাকবে।



Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন