সর্বোচ্চ ভ্যাট প্রদানের পুরস্কার পেল সোনালী ব্যাংক
সরকারি ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডকে রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংজোযন কর কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী।
রাজধানীর একটি হোটেলে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর আয়োজিত ওই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর কবির চৌধুরী, রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মকর্তা ও পুরস্কার পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার।
জেডএ/এসআইএইচ/