সূচকের বড় পতনে লেনদেন শুরু
ডিএসই ওয়েবসাইট
দেশের দুই পুঁজিবাজারেই ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১২ ডিসেম্বর) মূল্য সূচকের বড় পতনে চলছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ০৩ পয়েন্ট বা ০ দশমিক ৬ শতাংশ কমেছে। মূল সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৪২ দশমিক ৭ পয়েন্টে। বেলা ১২টা ১৮ পর্যন্ত ওয়েবসাইটে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১৫ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০ দশমিক ৭ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, দর কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট কমে ২০ হাজার ৩৫৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
টিটি/