‘মাতারবাড়ি কর্তৃপক্ষ’ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চলমান মাতারবাড়ি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ‘মাতারবাড়ি কর্তৃপক্ষ’ গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এম এ মান্নান জানান, আজ বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থ ব্যয় করা হবে ১১ হাজার কোটি টাকা। আর বিদেশি ঋণের পরিমাণ ১৮ হাজার ৯৩২কোটি টাকা। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দরসহ ৩৭টি প্রকল্প চলমান। তাই সুষ্ঠুভাবে কার্যকর করতে কর্তৃপক্ষ গঠন করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আগে ২০০৫-০৬ সালে ভিত্তি বছর থাকলেও ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলারে। বেড়েছে মাথাপিছু আয়ও। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলারে; যা টাকার অংকে ২ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা।’
তিনি আরও জানান, রিজার্ভ বাড়তে বাড়তে ৫০ বিলিয়ন ছুঁইছুঁই। সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে দাঁড়িয়েছে। অন্যদিকে, দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা বাংলাদেশি অর্থে ৩৪ লাখ ৮৪ হাজার কোটি টাকা বলে জানান পরিকল্পনামন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগ সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অন্য সচিবরা।
জেডএ/এসএন