চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার
ছবি: সংগৃহীত
চালের মজুত বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কাস্টমস আইন, ২০২৩ (৫৭ নং আইন) এর ধারা ২৫-এর উপ-ধারা (১) অনুযায়ী, এনবিআরের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে সিদ্ধ চাল এবং সিদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে সকল কাস্টমস শুল্ক এবং রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, ২০ অক্টোবর এনবিআর চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনে এবং আগাম কর ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করে।
তবে ২৯ অক্টোবর, চাল উৎপাদনে বন্যার নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চাল আমদানির ওপর প্রযোজ্য আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করে। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরে প্রাকৃতিক দুর্যোগে চাল উৎপাদনে ব্যাপক ক্ষতি হওয়ায় আসন্ন মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী চালের সরবরাহে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। শুল্ক প্রত্যাহারের মাধ্যমে আমদানির পরিমাণ বাড়ানো হলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি এটি স্থানীয় চাষিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।
সরকারের এ সিদ্ধান্তের ফলে চালের বাজারে স্বস্তি ফেরার আশা করছে সাধারণ মানুষ।