ব্যবসার বড় প্রতিবন্ধকতা দুর্নীতি
দুর্নীতি ব্যবসায়ে ব্যাপকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশেষ করে পণ্য আমদানি-রপ্তানি খাতে দুর্নীতি ও ঘুষ সবচেয়ে বেশি। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট ব্যবসায়ীরা এই মতামত তুলে ধরেছেন।
রবিবার (২৯ জানুয়ারি) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যবসায়ীদের নিয়ে জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়।
রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
খন্দকার মোয়াজ্জেম বলেন, গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই জরিপ করা হয়েছে।
তিনি বলেন, জরিপে দেখা গেছে— ২০২১ সালের তুলনায় ২২ সালে দুর্নীতির পাশাপাশি মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রাতিষ্ঠানিক দুর্বলতা ব্যবসায়ীদের চরমভাবে ভোগাচ্ছে। এ ভোগান্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি। কারণ বড় ব্যবসায়ীরা সমানহারে নীতি সহায়তা পেলেও তারা কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদন পণ্য বিক্রির কাজও করছে।
বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে এই গবেষক বলেন, মোটা দাগে অবকাঠামোখাতে ব্যাপক বিনিয়োগ হলেও ব্যবসায়ীদের কাছে তা পৌঁছায়নি। উদ্বেগের বিষয় হলো এক শ্রেণির মাফিয়া চক্র তৈরি হচ্ছে রাজনৈতিক বা প্রশাসনের ছত্রছায়ায়। এখনো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি ও দুর্নীতি রয়ে গেছে। এক কথায় ২০২২ সালে অদক্ষ প্রশাসনের কারণে ব্যবসার উন্নতি হয়নি। বরং অবমূল্যায়ন হয়েছে। তাই বাংলাদেশের এলডিসি উত্তরণের পথ সহজ হবে না। এজন্য সরকারকে এখনই যেসব ক্ষেত্রে ঘাটতি আছে তা পূরণে নজর দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্ন জবাবে সিপিডির এ গবেষক বলেন, ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি এখনো বড় সমস্যা। কারণ ৪৮ শতাংশ ব্যবসায়ীরা জানিয়েছেন ট্যাক্স প্রদানে দুর্নীতি হয়। ৭৫ শতাংশ ব্যবসায়ীরা জানিয়েছেন আমদানি রপ্তানিতে দুর্নীতি হয়।
ফাহমিদা খাতুন বলেন, রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্ব অস্থিরতার মধ্যে চলছে। বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবিরও পূর্বাভাস মন্দাবাদ থাকবে ২০২৪ সাল পর্যন্ত। বাংলাদেশের মানুষও মূল্যস্ফীতির বাড়তি চাপে হাবুডুবু খাচ্ছে। ব্যবসায়ীরাও চাপে আছে। কারণ প্রতিযোগিতা সক্ষমতা হারালে রপ্তানিতে বড় আকারে বিপর্যয় নেমে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ব্যাঘাত ঘটবে। এজন্য সরকারকে ব্যবসার পরিবেশ ও ব্যবসার ঝুঁকি মোকাবেলার পরিবেশ সৃষ্টি করতে হবে।
জেডএ/আরএ/