কমলাপুরের নিউ শহিদ বেকারিকে জরিমানা
মোড়ক ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি এবং বাজারজাতের অপরাধে মতিঝিলের ১৮ নং দক্ষিণ কমলাপুরের নিউ শহিদ বেকারী এন্ড কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিএম লাইসেন্স নবায়ন ছাড়া পাউরুটি, বিস্কুট ও কেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
একই সঙ্গে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত আদালতে মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে খুশবু ওয়েল মিলকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও সরিষা তেলের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করে বৈধভাবে ব্যবসা করার জন্য সতর্ক করা হয়েছে।
এছাড়া কমলাপুরের সিরাজগঞ্জ মিল্ক প্রোডাক্টসের বাজারজাতকৃত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ফার্মেন্টেড মিল্ক (দই, মাঠা), ঘি, সরিষার তেল, মধু, মুড়ি ও মসুরের ডালে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করে মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করে ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়েছে।
জেডএ/এএস