যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান করা যাবে না: শিল্পমন্ত্রী
এনজিওরা বেশি সুদে ঋণ দিয়ে আদায় করতে পারলেও ব্যাংকগুলো কেন পারে না জানতে চেয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ব্যাংক শুধু মুনাফার জন্য না। সবাইকে নিয়ে বাঁচতে হবে। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান করা যাবে না।
রবিবার (১৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, আমরা গ্লোবাল ভিলেজে বাস করি। ইচ্ছা করলে সব করা যায় না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। কারণ বড় বড় ঋণ নিয়ে তারা ঠিক মতো পরিশোধ করে না। এতে খেলাপি বেড়ে যায়। তাই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, শুধু ব্যাংকাররা ভোগ করবে তা হবে না। ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে তাকাতে হবে। তাদের কথা ভাবতে হবে। বৈষম্য কমাতে হবে। এসএমই খাতে অগ্রাধিকার দিতে হবে। বড় শিল্প উদ্যোক্তারা যে পরিমাণ ঋণখেলাপি হন তার এক শতাংশও এসএমই উদ্যোক্তারা হন না। তাই এখন সময় এসেছে অ্যাকশনে যাওয়ার। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংককে কাজ করতে হবে। শুধু কথা বললে হবে না। এসএমই উদ্যোক্তাদের অর্থ কম হওয়ায় তারা ব্যাংকের কাছে ঋণ নিতে যায়। এটা ব্যাংকারদের বুঝতে হবে।
জেডএ/এসজি/