'কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে'
দেশের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে বলে মনে করেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দীন।
তিনি বলেন, জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। বর্তমানে শিল্পের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে এনার্জি সিকিউরিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব এফবিসিসিআই সেমিনারে তিনি এসব কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, শুরু থেকে এ পর্যন্ত যে পরিমাণ গ্যাস উত্তোলন হয়েছে, তাতে মজুদ থেকে কমে অর্ধেক হয়ে গেছে। বায়ু ও জলবিদ্যুতে মনোযোগী হতে হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীতে বিশেষ করে আমেরিকা ও ভারতে ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাই আমাদেরও এই পদ্ধতিতে যেতে হবে। পরিবেশের দোহাই দিয়ে লাভ নেই। বাসাবাড়ির মতো শিল্পেও লোডশেডিং হচ্ছে। কিন্তু রপ্তানির সঙ্গে শিল্পকে প্রাধান্য দিতে হবে। উৎপাদন কমে গেলে রপ্তানি কমে যাবে। রপ্তানি কমে গেলে বৈদেশিক মুদ্রায় চাপ পড়বে। তাই গ্যাসের মজুত বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করতে হবে। সমুদ্র সীমার মধ্যেই গ্যাসের আহরণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
জেডএ/এসএন