শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৮ দিনে রেমিট্যান্স এল ৫১২.৯ মিলিয়ন ডলার

ফাইল ছবি

চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে দেশে বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে ৫১ কো‌টি ২৯ লাখ (৫১২.৯ মিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৬৪২ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলার হবে।

রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, চলতি মাসের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ৫১ কো‌টি ২৯ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ২৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

 

Header Ad
Header Ad

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"

Header Ad
Header Ad

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য এবং মিথ্যা খবর রোধে উদ্যোগ নেওয়ার জন্য মেটার প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, “সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অলিগার্ক এবং রাজনীতিবিদ তাদের শাসনামলে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে। এই গোষ্ঠী এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে ব্যাপক অর্থব্যয় করছে।”

এ প্রসঙ্গে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগ জানান, ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বে জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ এবং এখানে ফ্যাক্ট-চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

নিক ক্লেগ আরও উল্লেখ করেন যে, মেটা যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম সীমিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সুইজারল্যান্ডের দাভোসে স্যার নিক ক্লেগের সঙ্গে বৈঠকে ড. ইউনূস ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

এ ধরনের পদক্ষেপ মিথ্যা তথ্য মোকাবিলা ও ডিজিটাল সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

ছবি: সংগৃহীত

সারাদেশের মতো রাজধানীতেও শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের কারণে ঢাকায় ঠাণ্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটেখাওয়া মানুষ।

গতকাল থেকেই রাজধানীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজমান থাকতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে খোলা জায়গায় কাজ করা মানুষদের।

তীব্র ঠাণ্ডায় কর্মজীবী মানুষদের দুর্ভোগ বাড়লেও শীতের এই রূপ মাঘের শীতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ
আঁতাতের মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: সেলিমা রহমান
মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ ইসলাম
দেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক