মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঋণখেলাপিদের চিহ্নিত করতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে সম্ভাব্য সব প্রার্থীর তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য পেলে সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে যাচাই-বাছাই করে ঋণখেলাপি চিহ্নিত হলে তাদের নাম নির্বাচন কমিশনে পাঠাবে।

এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের কাছে পাঠানো হয়েছে। ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ইতোমধ্যে প্রার্থী হতে আগ্রহীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাদের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে এখনই পাঠানোর অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে সব প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে পাঠানোর অনুরোধ করা হলো। একই সঙ্গে সব প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর (এনআইডি), করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জš§ তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য পাঠাতে অনুরোধ করা হলো। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে একটি নির্দিষ্ট ছক সংযোজন করে দিয়েছে। ওই ছক অনুযায়ী তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রার্থীদের তালিকা পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের সিল ও স্বাক্ষর, ফোন (মোবাইল) নম্বর প্রদানপূর্বক ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

চিঠিতে সংসদীয় আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের প্রার্থিতা বাছাইয়ের দিন, তারিখ ও সময় কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্যও বলা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন থেকে ঋণখেলাপিদের তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী, ঋণখেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। তাই মনোনয়নপত্র বাছাইয়ের সময় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে সম্ভাব্য প্রার্থীর দেওয়া তথ্য মিলিয়ে দেখেন রিটার্নিং কর্মকর্তারা। কোনো প্রার্থী ঋণখেলাপি থাকলে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এ কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারাও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকেন। এ ছাড়া আপিলের শুনানির সময় নির্বাচন কমিশনেও ঋণখেলাপি প্রার্থীদের ঠেকাতে ব্যাংক কর্মকর্তারা উপস্থিত থাকেন।

গণপ্রতিনিধিত্ব অদ্যাদেশ অনুযায়ী প্রার্থীদের নামে খেলাপি ঋণ থাকলে তা মনোনয়নপত্র দাখিলের আগে নবায়ন বা পরিশোধ করতে হবে। তা হলে তিনি প্রার্থী হতে পারবেন। অন্যথায় প্রার্থী হতে পারবেন না।

Header Ad
Header Ad

অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে  

ছবিঃ সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) কাতারের দোহায় বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। এর কিছু আগে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রায় বাস্তবায়নের পথে বলে স্বস্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র নীতিতে নিজের অর্জনের কথা বলার প্রেক্ষাপটে সোমবার বাইডেন বলেছেন, এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। হামাসের শুরু করা যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক জনগণ দুঃসহ সময় অতিক্রম করেছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে তাদের জন্য ব্যাপক পরিসরে ত্রাণ সহায়তা নিশ্চিত করা যাবে।

চলমান আলোচনা প্রক্রিয়া সম্পর্কে অবগত নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ও হবু প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনায় মাঝরাতের দিকে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছান সবাই। সোমবার রাতেই ইসরায়েল ও হামাসের কাছে চুক্তির খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রায় বছরখানেক ধরে কোনও অগ্রগতি ছাড়াই যুদ্ধবিরতির আলোচনা চলছিল। এবারের প্রচেষ্টা সফল হলে তা হবে ইসরায়েলি বন্দিদের মুক্তির বৃহত্তম ঘটনা। যুদ্ধের শুরুর দিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শতাধিক জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার সাংবাদিকদের বলেছেন, এবার বোধহয় চুক্তিটি চূড়ান্ত করা যাবে। উভয়পক্ষই সমঝোতার খুব কাছাকাছি আছে।

চুক্তি বাস্তবায়ন হওয়া এখন হামাসের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চূড়ান্ত চুক্তির বিষয়ে নিজেরাও আগ্রহী বলে দাবি করে আসছে হামাস।

এ বিষয়ে হামাসের এক কর্মকর্তা বলেছেন, মৌলিক কিছু বিষয়ের আলোচনায় অগ্রগতি হয়েছে। বাকি ইস্যুগুলো চূড়ান্ত করতেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির প্রস্তাবনা অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে হামাস। এখন পর্যন্ত গাজায় ৯৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা দেশটির কর্তৃপক্ষের।

গাজা যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। ফিলিস্তিনি স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি ছিল হামাস। অন্যদিকে, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ক্ষান্ত দেবে না বলে অঙ্গীকার করে থাকা ইসরায়েল এসব শর্ত মেনে চুক্তি বাস্তবায়নে আগ্রহী ছিল না।

চুক্তিতে কী কী বিষয় থাকছে

১। চুক্তির প্রথম ধাপে শিশু, নারী, বয়স্ক এবং আহত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।

২। ১৬ দিন পর দ্বিতীয় ধাপের আলোচনায় বাকি জীবিত জিম্মি এবং মৃতদেহ ফেরতের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

৩। ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে দাঁড়াবে।

৪। নিরস্ত্র বাসিন্দাদের উত্তর গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেককে একটি সময়সীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স।

Header Ad
Header Ad

গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ

রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ঢাকার কড়া প্রতিবাদ

ছবিঃ সংগৃহীত

মিয়ানমার ও রোহিঙ্গা নিয়ে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে ২০২১ সালের প‌র আর কোনো রো‌হিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে‌নি। ওই প্রতিবেদনটি কিসের ভিত্তিতে করা হয়েছে? তারও ব্যাখ্যা জানতে চেয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

সোমবার (১৪ জানুয়ারী) দুপুরে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় ঢাকার ইউএনএইচসিআরের প্রতিনিধিসহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপ‌রিচালক ফেরদৌসী শাহরিয়ারের দপ্তরে গোয়েন লুইসের নেতৃত্বে প্রতিনিধি দলকে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এ সময় জা‌তিসংঘ অনু‌বিভ‌া‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসা‌নও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, গত সপ্তাহে বাস্তুচ্যুতি প্রতিবেদন প্রকাশ করে মিয়ানমার ইউএনএইচসিআর। এতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি হয়েছে ৩২ লাখ ৪৫ হাজার ৪০০ জন। এর মধ্যে ৭১ হাজার ৩০০ নাগরিক ভারতের মণিপুর ও মিজোরামে আশ্রয় নিয়েছে। সাময়িকভাবে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিকরা। আর বাংলাদেশ অংশে শরণার্থীরা পরিকল্পিত আশ্রয়স্থলে রয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, গত এক বছরে আরাকান আর্মি ও জান্তা সরকারের বাহিনী রাখাইনে যে যুদ্ধ চালিয়েছে, তাতে এ অঞ্চলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সময়সহ রোহিঙ্গারা বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি বিশালসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য নেই।

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে ভুল সংশোধন করতে বলা হয়েছে। বৈঠকে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি স্বীকার করেছে। একই সঙ্গে তথ্যগুলো প্রতিবেদনে স্থান না পাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি মিয়ানমারে থাকা জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে দ্রুত জবাব দেবে বলে জানিয়েছে বাংলাদেশকে। তথ‍্য সংক্রান্ত ভুল-বিভ্রান্তি দ্রুত দূর করা হবে বলে বৈঠকে জানানো হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এসব রো‌হিঙ্গার তা‌লিকা বাংলা‌দে‌শের ইউএনএইচসিআর ক‌রে‌ছে। শুধু তাই নয়, এদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দি‌চ্ছে। অথচ সেই সংস্থার প্রতি‌বেদ‌নে ২০২১ সা‌লের প‌র মিয়ানমার থে‌কে রো‌হিঙ্গ‌াদের বাংলা‌দেশে প্রবেশের কোনো তথ্য নেই।

Header Ad
Header Ad

এ বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি  

সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বিএনপির নেতারা। ছবিঃ সংগৃহীত

এত দিন যৌক্তিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে, চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই খুব শিগগির এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি।

সোমবার (১৪ জানুয়ারী) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান দলটির নেতারা। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠকের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠকে আগামী নির্বাচনের রোডম্যাপ ও সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মত দিয়েছে দলটির হাইকমান্ড।

বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা-চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ বলে বৈঠকে আলোচনায় নেতারা মত প্রকাশ করেন।

তাদের মতে, অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জনআকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সকল আয়োজন সম্পন্ন করা।

সূত্র আরও জানায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা সভা-সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার রাতে এসংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হলো- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও তার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় শুকরিয়া আদায় করেন বিএনপি নেতারা।

নেতারা বলেন, ধীরে ধীরে ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। ম্যাডাম এখন খুব প্রফুল্ল আছেন। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে বেশ ভাল সময় কাটাচ্ছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে  
রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ঢাকার কড়া প্রতিবাদ
এ বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি  
নাইজেরিয়ায় কৃষকদের জড়ো করে গুলি, নিহত অন্তত ৪০
দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা
এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান